Advertisement
Advertisement

প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস

দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত৷

No relief from scorching sun yet for Kolkata: MeT
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2018 11:34 am
  • Updated:June 18, 2018 11:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকলেও থমকে মৌসুমি বায়ুর প্রভাব৷ রবিবার দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনই কাটছে না৷ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী ছয় থেকে সাত দিন গরমের দাপট একই রকম থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে৷ পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত রাখা হয়েছে বলে খবর৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ তবে, বৃষ্টি হলে যে তাপমাত্রা কমবে তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷ কারণ, ঝাড়খণ্ড-বিহারের দিক থেকে ক্রমাগত শুকনো গরম হাওয়া বাংলায় ঢুকছে৷ ফলে, দক্ষিণে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে৷

Advertisement

[‘বাম্বি বাকেটে’ আকাশ থেকে জল, আয়ত্তে জ্বলন্ত ‘কলকাতা’র আগুন]

দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এর সঙ্গে মৌসুমি বায়ুর কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷ জানানো হয়েছে, উত্তর-পূর্ব বিহার থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে৷ এই সিস্টেমটি খুব একটা জোরাল না হলেও এর প্রভাবে কিছু জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে মেঘ সৃষ্টি করে৷ তার থেকেই কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে,  মৌসুমি বায়ুর স্রোত দুর্বল হলেও উত্তরীয় বর্ষারেখা গত সোমবার রাজ্যে ঢুকে পড়েছে৷ মেদিনীপুর, নদিয়া হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত এগিয়েছে বর্ষারেখা৷ এই বর্ষারেখার প্রভাবে বায়ুমণ্ডলের উপরের স্তরে কিছুটা জলীয় বাষ্প এমনিতেই রয়েছে৷

শনিবার রাত থেকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর দিক থেকে তুলনামূলকভাবে ঠান্ডা জলীয় বাষ্প ঢুকে পড়ে বায়ুমণ্ডলে৷ উষ্ণ ও শীতল জলীয় বাষ্পের মিলনে বৃষ্টির মেঘ তৈরি হয়৷ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনায় মূলত ওই মেঘের সমাবেশ হয়৷ ওই মেঘ থেকে কলকাতার কিছু এলাকাতেও হালকা বৃষ্টি হয় উত্তর ও মধ্য কলকাতায়৷ আবহাওয়াবিদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এখন দক্ষিণবঙ্গে নেই৷ মৌসুমি বায়ুস্রোত দুর্বল৷ দক্ষিণবঙ্গে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও নেই৷ ফলে জোরাল বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে হবে না৷ আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির ভরসায় থাকতে হবে৷ তবে, বিক্ষিপ্ত হলেও অব্যাহত থাকবে গরম৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement