স্টাফ রিপোর্টার: গত পাঁচ বছরে বিদ্যুৎ ক্ষেত্রে যে অভাবনীয় সাফল্য হয়েছে তা ধরে রেখে সাধারণ মানুষকে আরও বেশি পরিষেবা দিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন-পূরণ করাই মূল লক্ষ্য৷ বিদ্যুৎ দফতরের দায়িত্ব নিয়েই শুক্রবার সন্ধেয় সল্টলেকের বিদ্যুৎ ভবনে পৌঁছে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ফাইল সই করার পর একথা জানান নয়া বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷
তাঁর স্পষ্ট ঘোষণা, “ইতিমধ্যে রাজ্যে প্রায় ৯৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে৷ বাকি ৫ শতাংশ বাড়িতেও দ্রূত আলো পৌঁছে যাবে৷ গ্রামে গ্রামে লো-ভোল্টেজ সমস্যা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট হলেই সঙ্গে সঙ্গেই মেরামতির ব্যবস্থা একশো শতাংশ কার্যকর করতে চাই৷ আর এই কারণে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বেশি জোর দিতে হবে৷”
প্রথম দিন দফতরে মন্ত্রী
গ্রামীণ এলাকায় গরিব মানুষকে সস্তায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং বরাদ্দের জন্য তিনি যে লড়াই শুরু করবেন তার ইঙ্গিত দিয়েছেন নয়া বিদ্যুৎমন্ত্রী৷ শোভনবাবুর অধীনে রয়েছে অচিরাচরিত শক্তি দফতরও৷ বিষয়টির উল্লেখ করে নয়া বিদ্যুৎ মন্ত্রী বলেন, “গোটা বিশ্বেই তাপবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে যাচ্ছে৷ জ্বালানি বাঁচিয়ে সৌরবিদ্যুৎ আরও বেশি কার্যকর করার উপর জোর দেওয়ার পরিকল্পনা দ্রূত কার্যকর করব৷”
এদিন মন্ত্রিসভারবৈঠক শেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিদ্যুৎভবন পৌঁছন তিনি৷ বৈঠক করেন দফতরের সচিব এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে৷ সোমবার দফতরের সমস্ত নিগমগুলির “আপ টু ডেট’ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.