রাজ কুমার, আলিপুরদুয়ার: অ্যাম্বুল্যান্সের অভাবে চা শ্রমিকের মৃত্যু। বীরপাড়ার বন্ধ ঢেকলাপাড়া চাবাগানে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। হাসপাতালে ফোন করেও অ্যাম্বুল্যান্স পাওয়া পাওয়া যায়নি বলেই অভিযোগ শ্রমিক পরিবারের। যদিও হাসপাতালের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, মৃত চা শ্রমিকের নাম সুশীল ওরাও। বৃহস্পতিবার বিকেলে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুশীল। বাইরে থেকে অ্যাম্বুল্যান্স ভাড়া করে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর্থিক সংগতি নেই ওই পরিবারের। সেই কারণে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফোন করা হয়। তবে হাসপাতালের তরফে জানানো হয়, গাড়ি খারাপ। ফলে হাসপাতালে নিতে পারেননি পরিবারের সদস্যরা। কিছুক্ষণের মধ্যে বাড়িতেই মৃত্যু হয় সুশীলের।
বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে বার বার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। ব্যবস্থা নেবেন। রাজ্যের তরফে চা শ্রমিকদের জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। তা সত্ত্বেও এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.