সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু। সপ্তাহান্তের ছুটিতেও চেষ্টা করে কাছাকাছি কোথাও ঘুরে আসার। সেক্ষেত্রে পছন্দের তালিকার শীর্ষে বাড়ির কাছের দিঘা। কিন্তু ২৩ থেকে ২৫ মে-এর মধ্যে দিঘা যাওয়ার পরিকল্পনা করে থাকলে, তা বাতিল করুন এখনই। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ, এই তিন দিন বুকিং নেবে না কোনও হোটেল।
ভাবছেন তো ব্যাপারটা কী? হঠাৎ কেন একসঙ্গে বুকিং বন্ধ রাখছে দিঘার হোটেলগুলো? দেশজুড়ে চলছে লোকসভা (Lok Sabha Elections 2024) নির্বাচন। আগামী শনিবার অর্থাৎ ২৫ মে, ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ওই দিন পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি, তমলুক আসনে নির্বাচন। সেই কারণেই প্রশাসনের তরফে ২৩ তারিখ সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ তারিখ পর্যন্ত কোনও বুকিং নেওয়া যাবে না। ২৬ তারিখ থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে বাঙালির প্রিয় দিঘা (Digha)। হোটেল সংগঠনের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে লিখিত কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে প্রশাসনের তরফে মোখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটনের পরশুমে বুকিং বাতিলের ঘটনায় সমস্যায় মালিকেরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই হোটেলগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে। এদিকে যারা বুকিং করার জন্য ফোন করছেন, তাঁদের ২৫ তারিখের পর বুকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
এবিষয়ে কাঁথির মহকুমা শাসক ও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক জানান, হোটেল বন্ধ পুরোপুরি কমিশনের নির্দেশ মেনেই। ভোটের সময় বহিরাগতদের এলাকায় না রাখার কারণেই এই সিদ্ধান্ত। শুধু হোটেল ফাঁকা করাই নয় তার সঙ্গে এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.