সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে বাংলা। ধীরে ধীরে আতঙ্কের দিন কাটিয়ে সুস্থ হয়ে উঠছে রাজ্যবাসী। সোমবার তুলনায় বাংলার দৈনিক সংক্রমণ কিছুটা বাড়লেও মৃত্যুশূন্য রাজ্য। এ নিয়ে টানা সাতদিন রাজ্যে করোনায় (Coronavirus) মৃত্যু সংখ্যা শূন্য।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা ৪৫ জন। যা সোমবারের তুলনায় বেশকিছুটা বেশি। পজিটিভ কেস ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮। এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৯৭ জনের ভাইরাসের থাবায় প্রাণ গিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কাড়েনি কারও। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
সুস্থতাও ভরসা জোগাচ্ছে প্রায় সকলকেই। কারণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা অনেকটাই বেশি। একদিনে সুস্থ হয়েছেন ৬০ জন। তার ফলে কোভিডজয়ীর (COVID-19) সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৫ হাজার ৪১৬ জন। সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভি রেট বা সংক্রমণের হার দাঁড়িয়েছে ০.৩১ শতাংশ।
গত দু’বছর ধরে গোটা বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। ২০২০ সালের মার্চ থেকে কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশজুড়ে লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার ফলে ঘরবন্দি হয়ে পড়েন সাধারণ মানুষ। রাজ্যজুড়েও জারি হয় নানা কড়া বিধিনিষেধ। সেই সময় থেকে করোনা রোগীদের তড়িঘড়ি চিহ্নিতকরণের উপর জোর দেওয়া হয়। যার সুফল পেয়েছে রাজ্য-সহ গোটা দেশ।
সংক্রমণ নিম্নমুখী হলেও করোনা মোকাবিলায় টিকাকরণের উপরেও জোর দেওয়া হচ্ছে। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানে থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ তাঁদের। কারণ, সামান্য অসাবধানতায় বড়সড় বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.