সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো সামনেই। রয়েছে ভোটও। রাজ্য প্রশাসন চাইছে করোনা (Corona Virus) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। এর মাঝেই ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে স্বস্তি দিয়ে কমল মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর মেলেনি কলকাতায়। কমেছে পজিটিভিটি রেট (Positivity Rate) বা সংক্রমণের হারও।
মঙ্গলবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬০১ জন। যার জেরে এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৫৩ হাজার ১৭৭ জন। করোনায় তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই ফের বেড়েছে রাজ্যের পজিটিভিটি রেট বা সংক্রমণের হার-১.৬৭ শতাংশ। সোমবারের তুলনায় কমেছে এই হার।
এদিকে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ৯৭ জন। অর্থাৎ ওই জেলায় বেড়েছে সংক্রমণ।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সেখানকার ৪৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমেছে দৈনিক সংক্রমণ।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। সোমবারের তুলনায় অনেকটা কমেছে মৃত্যু। স্বস্তি দিয়ে মৃত্যুশূন্য কলকাতা। তাঁদের মধ্যে ৬ জন নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বাসিন্দা। ১ জন দক্ষিণ ২৪ পরগনার। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮, ৫২২ জন।
এদিকে একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৭ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৬,২৬৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৭ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.