Advertisement
Advertisement
বড়দিন

বৃষ্টির সম্ভাবনা নেই বড়দিনে, সকাল থেকেই ভিড় উপচে পড়ছে তিলোত্তমায়

কুয়াশার কারণে দিনভর থাকতে পারে জবুথবু ভাব।

No chance of rain, Kolkata is in Christmas mood on 25th December
Published by: Bishakha Pal
  • Posted:December 25, 2019 9:00 am
  • Updated:December 25, 2019 9:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই বড়দিনের আমেজে মাতোয়ারা শহর কলকাতা। বড়দিন উপলক্ষে সকাল থেকেই ভিড় জমেছে চিড়িয়াখানা, নিক্কো পার্ক, সায়েন্স সিটি চত্বরে। কিন্তু শীতের মিঠে রোদ গায়ে মেখে বড়দিন উদযাপন কতটা করতে পারবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বড়দিনের সকাল থেকেই শহর, বিশেষ করে শহরতলী ঢেকে গিয়েছে কুয়াশায়। ফলে কাটছে না জবুথবু ভাব। তবে বড়দিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সেদিক থেকে রেহাই।

বুধবার সকাল থেকেই কুয়াশায় ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা। উত্তরবঙ্গে কুয়াশার জন্য জারি হয়েছে সতর্কতা। ফলে দিনে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। বরং স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি কম থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা কম। সেই কারণে জবুথবু ভাব থাকতে পারে দিনভর। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে কলকাতায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

[ আরও পড়ুন: রক্ত ঝরিয়ে প্রতিবাদ, CAA রখতে দৃঢ়প্রতিজ্ঞ চাকদহের এই যুবকরা ]

কিন্তু রাজ্যের পশ্চিমের জেলাগুলি বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের জোড়া ফলায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বুধবার কলকাতায় বৃষ্টি না হলেও বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির স্বাদ পেতে পারে তিলোত্তমা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। শুক্রবারও থাকবে মেঘলা আকাশ। তবে সপ্তাহ শেষে শহরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বড়দিনে সকাল থেকে কুয়াশার ঘনঘটা থাকলেও ছুটি কাটাতে কোনও খামতি রাখতে চায় না আমআদমি। তাই সকাল থেকেই ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নিক্কো পার্ক, সায়েন্স সিটি, ইকো পার্ক-সহ শহরের বিবিন্ন জায়গায় ভিড় জমিয়েছে মানুষ। ভিড় উপচে পড়ছে চার্চগুলিতেও। ব্যান্ডেল চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক চার্চে প্রার্থনা চলছে। উৎসবের আমেজ বো ব্যারাকেও। কচিকাচাদের হাত ধরে বড়রাও বড়দিন চেটেপুটে উপভোগ করার উদ্যোগ শুরু হয়েছে সকাল থেকেই।

[ আরও পড়ুন: ‘NRC হলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে যেতে হবে’, মমতাকে হুঁশিয়ারি রাহুল সিনহার ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement