ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে সোনা জিতে সদ্য দেশে ফিরেছেন স্বপ্না বর্মন। আর এসেই খারাপ খবর শুনতে হল তাঁকে। দুষ্কৃতীর হামলার মুখে পড়তে হল স্বপ্নার মা বাসনা বর্মনকে। ছিনতাই করা হয় তাঁর গলার হার।
শনিবার সন্ধের ঘটনা। জলপাইগুড়ির কালিয়াগঞ্জের বাজারে গিয়েছিলেন বাসনা বর্মন। স্কুটিতে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী চড়াও হয় তাঁর উপর। ছিনতাই করে নেওয়া হয় তাঁর গলার হার। ঘটনায় হাতে চোট পান বাসনাদেবী। আচমকা হামলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ির সামনের রাস্তায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা বাসনাদেবীকে বাড়ি নিয়ে আসেন। জাকার্তা এশিয়াডে দেশের মুখ উজ্জ্বল করেছেন স্বপ্না। ইতিহাস গড়ে হেপ্টাথেলনে সোনা ঘরে তুলেছেন। তাঁকে নিয়ে গর্বের সীমা নেই রাজ্যবাসীর। পরিবারেও উৎসবের মেজাজ। শুক্রবারই শহরে পা রেখেছেন সোনার মেয়ে স্বপ্না। নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার ও সংবর্ধনার জন্য আপাতত কলকাতাতেই রয়েছেন তিনি। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই দুঃসংবাদ শুনতে হল। স্বপ্নার পরিবারের আর্থিক অবস্থার কথা এখন আর কারও অজানা নেই। অনেক কষ্ট করে মেয়েকে খেলার দুনিয়ায় প্রতিষ্ঠা করেছেন বাবা-মা। আর মেয়ের সাফল্যের পর একটু ভাল সময় দেখার সৌভাগ্য হয়েছে পরিবারের। সোনার মেয়েকে ১০ লক্ষ টাকা এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। কিন্তু সুদিন ফেরার আগেই দুষ্কৃতীদের হামলার শিকার বাসনাদেবী।
হার ছিনতাই করেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা। তারা স্বপ্নার মাকে চিনত কিনা, বা পুরনো কোনও শত্রুতা থেকে এমন ঘটনা ঘটেছে কি না তা এখনও জানা যায়নি। তবে এমন পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে পেয়েছেন বাসনাদেবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.