সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভরা বর্ষা হলেও, আকাশে যেন শরতের ছবিই প্রতিফলিত৷ ঘন কালো মেঘের উধাও, সেই জায়গায় নীলের মাঝে সাদা মেঘের ভেলা৷ তো এমনই আবহে পুজোর আমেজ খানিকটা উসকে দিল পুরুলিয়ার নিতুরিয়া দুবেশ্বরীর কোলিয়ারি পুজো কমিটি৷ সোমবার হয়ে গেল তাদের খুঁটি পুজো৷ তবে এই পুজো আর পাঁচটা পুজোর চেয়ে এবারে বেশ আলাদা৷ খনি এলাকায় দূষণ ঠেকাতে খুঁটি পুজোয় গাছ লাগিয়ে, উমা আহ্বানে পরিবেশ রক্ষার বার্তা দিলেন পুজো উদ্যোক্তারা৷
সোমবার নিতুরিয়ার ওই পুজো প্রাঙ্গণে গাছ লাগিয়ে খুঁটি পুজো করা হয়। কাঠি পড়ে ঢাকে। এদিন থেকেই যেন পুজোর গন্ধ ছড়িয়ে পড়ল এই পুরুলিয়ার কোলিয়ারি এলাকা নিতুরিয়ায়৷ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের আওতায় থাকা দুবেশ্বরী কোলিয়ারির এই পুজো এবার উনত্রিশ বছরে পড়ল। তাই এই খনি এলাকায় দূষণ ঠেকাতে দেবদারু, মেহগনি,ইউক্যালিপটাস-সহ মোট ২৯টি গাছ লাগিয়ে খুঁটি পুজো হয়।
এই কোলিয়ারির নশো শ্রমিকের এক দিনের হাজিরার টাকাতেই এই পুজো হয়ে থাকে। এবার পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। বিগ বাজেটের এই পুজোয় গাছ লাগানোর পাশাপাশি বণ্যপ্রান রক্ষা ও জল বাঁচানোর বার্তাও দিয়েছেন পুজো উদ্যোক্তারা। এখানকার এবারের থিম – রাজস্থানের রায়পুরের আদি লক্ষ্মী–নারায়ণ মন্দির। মার্বেলের তৈরি এই মন্দির একেবারে শ্বেতশুভ্র। দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ তৈরি হবে সেই মন্দিরের আদলে৷ আর তা নির্মাণে রাজস্থানের রায়পুর থেকেই প্রায় কুড়ি লক্ষ টাকার ফাইবার আনা হচ্ছে৷ পুজো কমিটির সম্পাদক বুলা পাণ্ডে বলেন,‘এমনভাবে ওই মন্দিরটি আমরা তুলে ধরব যে দর্শনার্থীদের মার্বেল আর ফাইবারের তফাত বুঝতে তা ঠুকে দেখতে হবে। ওই শ্বেতশুভ্র মন্দিরকে মণ্ডপে ফুটিয়ে তুলে এই পরিবেশকে নির্মল করার বার্তা দেব। গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দেব এখন থেকে একেবারে পুজো পর্যন্ত।’
খুঁটি পুজোর দিন থেকেই দেখা যায় মণ্ডপজুড়ে বৃক্ষরোপণ, বন্যপ্রাণ রক্ষা ও জল সংরক্ষণ সংক্রান্ত নানা ফেস্টুন। তাতে লেখা, ‘অন্ধ ভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান/ প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদি প্রাণ।’ রয়েছে কবিগুরুর গান – ‘ঘাসে–ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে/ ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে৷’ ফেস্টুনে আরও বার্তা – ‘জলই জীবন। জলের অপচয় করবেন না। জল সংরক্ষণ করুন।’ সবমিলিয়ে, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিচ্ছে কোলিয়ারির এই পুজো কমিটি। আর এই বার্তা ছড়িয়েই রাজ্য সরকারের তরফে ‘পরিবেশবান্ধব পুজো’–র পুরস্কার ছিনিয়ে নিতে চায় নিতুরিয়া দুবেশ্বরীর কোলিয়ারি পুজো কমিটি৷
ছবি: অমিত সিং দেও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.