সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মিশ্র ইস্পাত কারখানাকে বাঁচাতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ দেশের রুগণ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলির পরিস্থিতি খতিয়ে আগামী মাসে নীতি আয়োগের প্রতিনিধিরা পরিদর্শনে করবেন বলে জানিয়েছেন বাবুল৷ প্রতিনিধি দলের সঙ্গে তিনিও থাকবেন বলে আশ্বস্ত করেছেন আসানসোলের সাংসদ৷ কারখানা বাঁচাতে কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিটু৷
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের পরামর্শে সেলের তিনটি সংস্থায় কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়৷ সেই মতন প্রক্রিয়াও শুরু করে দেয় কেন্দ্রীয় সরকার৷ এদিকে কারখানা বাঁচাতে মরণপণ সংগ্রাম শুরু করেন শ্রমিকরা৷ সিটু ও ইনটাক নিয়ে গঠিত হয় যৌথ মঞ্চ ‘সেভ দুর্গাপুর-সেভ এসপি-সেভ ডিএসপি’৷ লাগাতার আন্দোলনের চাপে অন্যান্য শ্রমিক সংগঠনও আন্দোলনে নামতে বাধ্য হয়৷ গত ১১ মে যৌথ মঞ্চের প্রতিনিধিরা পানাগড়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রও সঙ্গে মিশ্র ইস্পাত কারখানা নিয়ে বৈঠক করেন৷ সেখানে বিলগ্নিকরণের বিকল্প হিসাবে কারখানার বিভিন্ন কার্যকরী ভূমিকা উল্লেখের সঙ্গে সঙ্গে কারখানাকে ফের লাভের মুখ দেখাতে বেশ কিছু বিকল্প প্রস্তাবও পেশ করেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা৷ যৌথ মঞ্চের প্রস্তাব পাওয়ার পর বাবুল সুপ্রিয় উত্সাহও দেখান৷ এরপরই বাবুল সুপ্রিয়রও দিল্লিতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিংয়ের সঙ্গেও বৈঠক করেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা৷ ৬ জুনের ওই বৈঠকেও কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীর কাছে কারখানাকে বাঁচাতে বিকল্প প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রতিনিধিরা৷ সঙ্গে চলতে থাকে কারখানা বাঁচানোর আন্দোলনও৷ যে নীতি আয়োগ রুগণ রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধের পরামর্শ দিয়েছিল তাঁদের সঙ্গেই মিশ্র ইস্পাত কারখানা ও ব্রিজ এন্ড রুফ সংস্থাকে নিয়ে আলোচনা করেন৷
[কেরলে আটকে স্বজন, ইদেও বিষাদের ছায়া নদিয়ায়]
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন,“বুধবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের সঙ্গে এই দুই সংস্থাকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি৷ এই দুই সংস্থাকে পুনরুজ্জীবনের প্রস্তাবও দিয়েছি৷ নীতি আয়োগের দুই প্রতিনিধি ওই দুই সংস্থা পরিদর্শনেও আসছেন৷” বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে কলকাতায় ব্রিজ এন্ড রুফ সংস্থা দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা পরিদর্শনে আসবেন নীতি আয়োগের দুই প্রতিনিধি৷ ওই প্রতিনিধিদের সঙ্গে বাবুল সুপ্রিয়ও থাকবেন বলে জানিয়েছেন তিনি৷ যৌথ মঞ্চের পক্ষ থেকে কারখানাকে বাঁচাতে বিকল্প লাভজনক যে প্রস্তাব দেওয়া হয়েছে তাই খতিয়ে দেখতে দুর্গাপুরে আসছেন নীতি আয়োগের প্রতিনিধি দল৷ নীতি আয়োগের প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে৷
[গাছের রসেই নিকেশ মশা, যুগান্তকারী আবিষ্কার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.