Advertisement
Advertisement
Nisith Pramanik

WB Bypolls: দিনহাটায় নিজের বুথেই এজেন্ট দিতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

নিশীথের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।

Nisith Pramanik fails to put booth agent at his own constituency | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 30, 2021 2:42 pm
  • Updated:October 30, 2021 3:21 pm  

বিক্রম রায়, কোচবিহার: উপনির্বাচন (WB By Elections) ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দিনহাটায়। কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি, কোথাও আবার উলটপুরাণ। তবে তাৎপর্যপূর্ণভাবে গত বিধানসভা ভোটে জয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)  নিজের বুথেই এজেন্ট বসাতে পারেননি বলে খবর। যা দেখে তৃণমূলের কটাক্ষ, দিনহাটায় বিজেপিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের সংগঠনই নেই, এজেন্ট দেবে কীভাবে? যদিও বিজেপির পালটা দাবি, ভয় দেখিয়ে এজেন্টদের বুথছাড়া করছে তৃণমূল।

শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম কোচবিহারের দিনহাটা (Dinhata) কেন্দ্র। গতবার এই কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বদলে সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসেন। এবার এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক মণ্ডল। প্রচারে বেরিয়ে একাধিকবার অশান্তিতে জড়িয়েছেন তিনি। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

Advertisement

[আরও পড়ুন: WB Bypolls: ভোটগ্রহণ শুরু হতেই উত্তপ্ত খড়দহ, বুথে ঢুকতে বাধা শোভনদেবকে, আক্রান্ত বিজেপি প্রার্থীও]


উলটোদিকে তৃণমূলের প্রার্থী পরিচিত মুখ উদয়ন গুহ। বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে নিশীথের কাছে হেরেছিলেন তিনি। উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে। আর তাই তাঁরা একাধিক বুথে এজেন্ট দিতে পারছেন না বলে দাবি করেছেন তৃণমূলের জেলা কমিটির সভাপতি তথা প্রার্থী উদয়ন গুহ।

 

যদিও সেই কথা মানতে নারাজ বিজেপি। নিশীথ প্রামাণিকের অভিযোগ, বিধানসভাজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। এজেন্টদের ভয় দেখাচ্ছে তারা। একই অভিযোগ করেছেন প্রার্থী অশোক মণ্ডলও। এদিকে এদিন সকালে বিজেপি প্রার্থীকে নিজের বুথেই হেনস্তা করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘাসফুল শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে।

[আরও পড়ুন: জীবনতলায় মিলল অস্ত্র কারখানার হদিশ, গ্রিল কারখানার আড়ালে তৈরি হত গুলি ও বন্দুক]

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, নির্বাচনীবিধি ভঙ্গ করে নিজের সশস্ত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ভোট দিতে ঢুকেছিলেন নিশীথ। এ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। কমিশনে রিপোর্ট দিয়েছে সেক্টর অফিসারও।  তৃণমূল প্রার্থী উদয়ন গুহও নিজের নাতিকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন। যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement