শান্তনু কর, জলপাইগুড়ি: আদালতে ধাক্কা খেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তাঁর রক্ষাকবজের আবেদন নাকচ করে দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ফের মামলার শুনানি।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। নিশিথ প্রমানিকের বিরুদ্ধে অভিযোগ ছিল কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামানিকের আইনজীবী রক্ষাকবজ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান। কিন্তু তা খারজি হয়ে যায়।
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতিশংকর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবজের আবেদন নাকচ করে দিয়েছে। ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রক্ষাকবজ নাকচ হয়ে যাওয়ায় এখন চাইলেই পুলিশ নিশীথ প্রামানিককে গ্রেপ্তার করতে পারেন জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী অদিতিশংকর চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.