Advertisement
Advertisement

Breaking News

Metro

শুরু হবে মেট্রোর কাজ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিয়ালদহ এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তা! ভোগান্তির আশঙ্কা

কবে থেকে ফের শুরু হবে যান চলাচল?

Nirmal Chandra St will remain close from 1 april 2022 | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 30, 2022 4:38 pm
  • Updated:March 30, 2022 4:38 pm  

অর্ণব আইচ: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য এবার বন্ধ রাখা হচ্ছে ওয়েলিংটন সংলগ্ন নির্মলচন্দ্র স্ট্রিটের (Nirmal Chandra Street) একটা অংশ। ব্যস্ততম এই রাস্তা বন্ধ রাখায় ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। তবে সমস্যা সমাধানে  ঘুরপথে বহু বাস গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ফলে আমজনতার বিশেষ সমস্যা হবে না বলেই দাবি।

আগামী মাসেই শিয়ালদহ থেকে ছোটার কথা ইস্ট-ওয়েস্ট মেট্রো (Metro Railway, Kolkata)। তার আগেই বৌবাজারের দিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি সুড়ঙ্গে ভেন্টিলেশন শ্যাফটের কাজ করতে চাইছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে রাস্তা বন্ধ রাখার অনুমতি চাওয়া হয়েছিল। মিলল অনুমতি। কলকাতা পুলিশের ট্রাফিকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্য আগামী ১ এপ্রিল থেকে বন্ধ থাকবে কলকাতার ব্যস্ততম ওয়েলিংটন সংলগ্ন নির্মলচন্দ্র স্ট্রিট। ফলে বেশ কয়েকটি রুটের বাস ঘুরিয়ে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের টুইটে বদলে গেল মতুয়া ধর্মগুরু হরিচাঁদের নাম! নেটদুনিয়ায় নিন্দার ঝড়]

জানা গিয়েছে, নির্মলচন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড় থেকে বৌবাজার হয়ে চলাচল করে ৭৮/১, ৪৬, ২৩৪/১, ৩৪বি এবং ২১৭এ- রুটের বাসগুলি। আগামী ১ তারিখ থেকে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে বাসগুলি। যে বাস ধর্মতলা থেকে লেনিন সরণি হয়ে ওয়েলিংটন মোড় দিয়ে বামদিকে ঘুরে নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট যেত, আপাতত অন্যপথে যেতে হবে সেগুলিকে। ১ এপ্রিল থেকে ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে বাস। ফিরবে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে। তবে ছোটগাড়ি সুযোগ সুবিধা মতো যাতে ওই রাস্তায় যাতায়াত করতে পারে সেদিকে নজর থাকছে পুলিশের।

ট্রাফিক সূ্ত্রে খবর, ১ এপ্রিল থেকে নির্মলচন্দ্র স্ট্রিটে বন্ধ থাকবে ট্রাম চলাচল। মেট্রোর কাজ শেষ হলে ফের সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাস্তা।

[আরও পড়ুন: বেনজির! শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি হাই কোর্টের বিচারপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement