স্টাফ রিপোর্টার: এবার নির্মল বাংলা প্রকল্পে আইপিএল-এর ছোঁয়া৷ স্কুল পড়ুয়াদের এই অভিযানে শামিল করতে নয়া উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন৷
কিন্তু আইপিএল-এর সঙ্গে কীভাবে সামঞ্জস্য থাকবে এই প্রকল্পের? সামঞ্জস্য রয়েছে৷ ক্রোড়পতি লিগে সর্বোচ্চ রানের জন্য কমলা টুপি ও সর্বাধিক উইকেট নেওয়ার জন্য বেগুনি টুপি দেওয়া হয় খেলোয়াড়দের৷ ঠিক তেমনই ক্লাসের শ্রেষ্ঠ পারফরমারকে দেওয়া হবে ব্যাজ৷ তবে এক্ষেত্রে রান বা উইকেট নয়, পরিচ্ছন্নতার বিষয়ে শ্রেষ্ঠত্বের পদক হিসাবে এই ব্যাজ পাবে পড়ুয়ারা৷ চলতি মাস থেকে জেলার প্রতিটি স্কুলে এই নির্মল বিদ্যালয় অভিযান চালু করছে জেলা প্রশাসন৷
রাজ্যে কন্যাশ্রী প্রকল্প ধীরে ধীরে আন্দলনে পরিণত হয়েছে৷ ঠিক তেমনই নির্মল বাংলা অভিযানে ছাত্র-ছাত্রীদের অন্তর্ভুক্ত করে এটিকেও আন্দোলনের পর্যায়ে নিয়ে যেতে চায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন৷ স্কুলের প্রতিটি ক্লসে ছাত্র-ছাত্রীদের মধ্যে সারা বছর এই প্রতিযোগিতা চলবে৷ ক্লাসের যে পড়ুয়া সবচেয়ে পরিচ্ছন্ন থাকবে, ক্লাস ও স্কুল পরিচ্ছন্নতার বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করবে তাদের এই নির্মল ব্যাজ দেবে জেলা প্রশাসন৷ প্রতি মাসে ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতার কাজের বিন্যাস করা হবে এবং কৃতী ছাত্র অথবা ছাত্রীর কাছে ব্যাজটি হস্তান্তর করা হবে৷
উত্তর ২৪ পরগনার জেলাশাসক অন্তরা আচার্য জানান, “শিক্ষক দিবস থেকে পাঁচ দিন জেলার মোট ৫৯৩২টি স্কুলে নির্মল বাংলা অভিযান চলবে৷ প্রতিটি স্কুল পরিষ্কার করা হবে, গাছ লাগানো হবে৷ মিড-ডে মিলের রান্নাঘর পরিষ্কার করে নতুন রং করা হবে৷ রাঁধুনিদের অ্যাপ্রন, টুপি-সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে৷ পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অনেক ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷” উত্তর ২৪ পরগনার ডিপিও ডাঃ অচিন্ত্য হাজরা জানান, নির্মল বাংলার উপর ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, যুক্তিতক্ক-সহ স্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷
শনিবার বরানগর পুরসভার উদ্যোগে নির্মল বাংলার প্রচার ও প্রসারের জন্য রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেপ্টেম্বর মাসেই নির্মল জেলার নাম ঘোষণা করবে রাজ্য সরকার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.