শাহজাদ হোসেন: চলছে আইপিএল। তারই মাঝে দেশজুড়ে সক্রিয় বেটিং চক্র। এবার দুর্নীতির বড়সড় পর্দাফাঁস করল ফরাক্কা থানার পুলিশ। অভিযোগ, ফরাক্কাতে বাড়ি ভাড়া নিয়ে ছত্তিশগড়ের ৯ জন বাসিন্দা বেটিং অনলাইন বেটিং চালাত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩২টি মোবাইল, ৫টি ল্যাপটপ, একাধিক সিমকার্ড। অনলাইন লেনদেনের প্রমাণও পাওয়া গিয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা।
ফরাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, বল্লালপুর এলাকায় মুস্তাকিম শেখ নামে এক ব্যক্তির বাড়িতেই রমরমিয়ে চলছিল আইপিএল বেটিং চক্র। সেখানে হানা দেয় ফরাক্কা থানার পুলিশ। হাতেনাতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনৎ জাঙ্গেল, ফারহাজ সেখ, ওয়াসিম, রাহুল দেওয়ানগন, দিকেশ কুমার, লালতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সোনয়ানি, অমিত লোটারে। ধৃতরা ছত্তিশগড় এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে।
যার বাড়িতে বসে বেটিং চক্র চলছিল, সেই মুস্তাকিম শেখের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কিষাণ সেলের সভাপতি বলেই খবর। তার খোঁজে চলছে জোর তল্লাশি। এদিকে, ধৃতদের কাছ থেকে ৩২ টি মোবাইল, ৫টি ল্যাপটপ এবং প্রচুর সংখ্যক সিমকার্ড পাওয়া গিয়েছে। একাধিকবার অনলাইনে লেনদেনে প্রমাণ পাওয়া গিয়েছে। সেই সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ৯ জনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেই নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.