ছবি: প্রতীকী
শংকরকুমার রায়, রায়গঞ্জ: গাছে বেঁধে গণপিটুনি, মৃত্যু হল পঞ্চায়েত সদস্যের ভাইপোর। খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল শনিবার। উত্তর দিনাজপুরের (North Dinajpur) গোয়ালপোখর ১-এর ইলোয়াবাড়ি এলাকার ঘটনা। শনিবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মৃত যুবকের নাম পল্টু ওরাওঁ, বয়স ২৫ বছর। স্থানীয় ধরমপুর (২) পঞ্চায়েতের রায়পুর গ্রামের বাসিন্দা। পেশায় নৈশপ্রহরী। স্থানীয় একটি প্লাই মিলে নিযুক্ত ছিলেন। ঘটনাস্থলে পাঞ্জিপাড়ার ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।
পরিবার সূত্রে জানা যায়, পল্টু ওরাওঁ নামে ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তিনগর এলাকায় একটি প্লাই মিলে কর্মরত ছিলেন। নৈশপ্রহরীর (Night Guard) কাজ রোজকার মতো শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশে যান। কিন্তু রহস্যজনকভাবে মধ্যরাতে ওই নৈশপ্রহরীকে গুরুতর জখম অবস্থায় ইলোয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। কিন্তু শেষরক্ষা হয়নি। শনিবার সকালে যুবকের মৃত্যু (Death) হয়।
এদিন সকালে খবর পেয়ে ধরমপুর ২ পঞ্চায়েতের গেন্দাবাড়ির গ্রাম সদস্য দুলাল মিন্স তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে পৌঁছে দেখেন, তাঁর ভাইপো মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারপর পাঞ্জিপাড়া ফাঁড়িতে খুনের অভিযোগ দায়ের করেন। ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ, ”আমার ভাইপো নাইটগার্ড। অথচ তাঁকে চোর সন্দেহে গণপিটুনি (Lynching) দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু কী কারণে এভাবে খুন করা হল, বুঝতে পারছি না, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচার করবে।”
এলাকায় সৎ যুবক বলে পরিচিত ছিল। এদিন হাসপাতালের শয্যায় মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কোনও খারাপ নেশাও ছিল না তাঁর। তারপরও গণপিটুনির শিকার হয়ে নিরীহ যুবককে মরতে হল। যারা এই খুনের সঙ্গে জড়িত রয়েছে তাদের শাস্তির দাবিতে সরব পরিবার-সহ স্থানীয় বাসিন্দারা। তবে ইসলামপুর পুলিশ সুপার (SP) যশপ্রীত সিংহ বলেন, “পুলিশ তদন্ত শুরু করছে। তবে অভিযোগ জমা পড়লেই মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদপেক্ষ নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.