Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: ভূপতিনগর বিস্ফোরণ: ভোটের ৩ দিন আগে জেলা পরিষদের TMC প্রার্থীকে তলব NIA’র

তৃণমূলকে হেনস্তা করতে তলব, দাবি ঘাসফুল শিবিরের।

NIA summons 9 TMC leaders in Bhupati Nagar Blast case before Panchayat Poll

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 3, 2023 7:53 pm
  • Updated:July 3, 2023 7:53 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote 2023) আগে তৃণমূল নেতাকে তলব কেন্দ্রীয় সংস্থার। এবার ভূপতিনগর বিস্ফোরণ মামলায় ৯ জন তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সদস্য মানবকুমার পড়ুয়া। তিনি এবারও জেলা পরিষদের প্রার্থী হয়েছেন।

৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার আগে ৫ জুলাই তৃণমূল (TMC) নেতা মানবকুমার পড়ুয়াকে তলব করেছে এনআইএ (NIA)। যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভূপতিনগর (Bhupati Nagar Blast) বিস্ফোরণ মামলায় মোট ৯ জনকে ইতিমধ্যে নোটিস দিয়েছে এনআইএ। এদের মধ্যে দু’জনকে সোমবারই ডেকে পাঠানো হয়েছিল। তাঁরা হলেন পঞ্চানন ঘড়াই ও চন্দনকুমার বর। পঞ্চানন হাজিরা এড়িয়েছেন, তবে চন্দন বর এদিন হাজিরা দেন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পুড়ছে ‘প্রেমের দেশ’, নাতিকে হারিয়েও শান্তির বার্তা ফরাসি বৃদ্ধার]

ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিড়লা গ্রাম। গত ডিসেম্বরে সেখানেই ভয়াবহ বিস্ফোরণ হয়। মারা যান ৩ জন। নিহতদের একজনের স্ত্রী থানায় অভিযোগ জানিয়েছিলেন, বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ হতে পারে। যে বাড়িতে বিস্ফোরণ হয়, তা এক তৃণমূল নেতার বাড়ি বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখা হয়। তারপরেই এনআইএ তদন্ত শুরু হয়।

এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন,”এনআইএ তদন্ত করছে। ওঁরা যাদের মনে করছেন ডাকছেন। আমরা চাই দোষীরা শাস্তি পাক।” কাঁথি সংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, “যাদেরকে নোটিস করা হয়েছে তার মধ্যে কয়েকজনকে প্রার্থী রয়েছে। তাদের ভোটের মুখে যাতে না ডাকা হয় তার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোন কথা শোনা হয়নি। ভোটের মুখে তৃণমূলকে হেনস্তা করতে কেন্দ্র সরকার এনআইএকে কাজে লাগাচ্ছে। এটা আমরা আগেও বলেছি এখনও বলছি।”

[আরও পড়ুন: ‘মুসলিমবিদ্বেষী আচরণ মেনে নেওয়া হবে না’, কোরান পোড়ানোর তীব্র নিন্দা সুইডেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement