Advertisement
Advertisement
Beldanga blast

দুবছরের মাথায় বেলডাঙা বিস্ফোরণে চার্জশিট পেশ NIA’র, রয়েছে TMC নেতা-সহ ৭ জনের নাম

২০২২ সালের জানুয়ারিতে ঘটেছিল বিস্ফোরণ।

NIA submits charge sheet on Beldanga blast case | Sangbad Pratidin

ছবি: প্রর্তীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 12, 2023 6:48 pm
  • Updated:December 12, 2023 6:48 pm  

অর্ণব আইচ: বেলডাঙা (Beldanga) বিস্ফোরণে অবশেষে চার্জশিট দিল এনআইএ। তাতে নাম রয়েছে মোট ৭ জনের। তাঁদের মধ্যে একজন তৃণমূল নেতা।

২০২২ সালের জানুয়ারি মাসে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙার রামেশ্বরপুর। মৃত্যু হয়েছিল ১ জনের। মৃতের সংখ্যা কম থাকলেও বিস্ফোরণের তীব্রতা ছিল ভয়াবহ। অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নিয়েছিল এনআইএ। তদন্তে নেমে দেখে, বোমায় যে ধরনের সরঞ্জাম ব্যবহার হয়েছে তা সেনায় ব্যবহৃত গ্রেনেডের সমান। ঘটনাস্থল থেকে ৭৪টি গ্রেনেডও উদ্ধার করেছিল পুলিশ। এধরনের সরঞ্জাম কোথা থেকে এল, কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপে যুক্ত কি না, তা দেখতে তদন্ত করা হয়। সেই মামলায় UAPA-র আইনের ধারা যুক্ত করতে চেয়ে আদালতে যায় এনআইএ। মেলে অনুমতি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমরাই INDIA-কে নেতৃত্ব দেব’, শিলিগুড়িতে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার]

সেই মামলায় অবশেষে মঙ্গলবার চার্জশিট পেশ করল এনআইএ। নাম ইমদাদুল হক, সুখচাঁদ আলি, মনসুর আলি, মাসাদুল হক, হাবিবুর রহমান, তাহাবুল শেখ, ইসাউদ্দিন শেখ (মৃত)। সকলের বিরুদ্ধে ১২০ বি, ২০১, ৩০৪ আইপিসি, ৪, ৫, ৬ ইএস অ্যাক্ট (THE EXPLOSIVE SUBSTANCES ACT, 1908) ও ১৮ ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে।

[আরও পড়ুন: পুরুলিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯ গাইডকে পর্যটন বিভাগের আওতায় আনল রাজ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement