Advertisement
Advertisement

Breaking News

NIA

ভূপতিনগরে বিস্ফোরণে কাঁথির তৃণমূল নেতার বাড়িতে NIA, ‘তদন্তে খামতি’ বলছে বিজেপিই?

২০২২ সালের ডিসেম্বরে ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

NIA investigators at TMC leader's house in Kanthi
Published by: Suhrid Das
  • Posted:December 13, 2024 2:50 pm
  • Updated:December 13, 2024 2:58 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি : কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে এনআইএ দল। শুক্রবার সাতসকালে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০২২ সালের ডিসেম্বর মাসের শুরুতে ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ। সেই তদন্তেই তৃণমূল নেতার বাড়িতে হানা। একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সেই কথা জানা গিয়েছে। এদিকে এনআইএ তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর মনেই। 

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন মানব পড়ুয়া। সাত-আটজন এনআইএ তদন্তকারী এদিন কাকভোরে তাঁর কাঁথির বাড়িতে হানা দেন। সেই সময় তৃণমূল নেতা বাড়িতেই ছিলেন। একাধিক জিনিস, নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পাশাপাশি তৃণমূল, নেতাকে জিজ্ঞাসাবাদও করা হয়। বেশ কয়েক ঘণ্টা ওই বাড়িতে ছিলেন এনআইএ আধিকারিকরা। বেরনোর সময় তাঁদের হাতে বেশ কয়েকটা ডায়েরি এবং একটি ল্যাপটপ ব্যাগ দেখতে পাওয়া যায়। সেগুলি কি তৃণমূল নেতার? সেগুলি থেকে কি কিছু তথ্যসূত্র পেয়েছেন তদন্তকারীরা? যদিও আধিকারিকরা এই বিষয়ে কোনও কথা বলেননি। মানব পড়ুয়া বলেন, “নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এনআইএ প্রতিনিধি দল। আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার, তা করেছি। আগামী দিনে আবার এলে সহযোগিতা করব।” ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে একাধিক জায়গায় এর আগে তদন্তের জন্য হানা দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, “এনআইএ হাই কোর্টের নির্দেশে কাজ করছে। তবে আরও দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। তাদের কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে। যে কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গে কথা বলছেন।” ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement