Advertisement
Advertisement

Breaking News

NIA

ভাটপাড়ায় বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ, তদন্তে নামতেই NIA-র জালে কুখ্যাত দুষ্কৃতী

২০২৪ সালের আগস্টে বিজেপির ডাকা বাংলা বন্‌ধের দিন প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলা চলে। তিনি বেঁচে যান। সেই থেকে পলাতক ছিল অন্যতম অভিযুক্ত সোনু।

NIA arrests one of the main accused allegedly involved in attempt to murder BJP leader of Bhatpara
Published by: Sucheta Sengupta
  • Posted:January 14, 2025 10:22 am
  • Updated:January 14, 2025 10:57 am  

অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়ায় অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়িতে হামলা চালানো, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী সোনু ওরফে মহম্মদ আমিন। এই ঘটনায় তদন্তভার পাওয়ার পর কাজে নামতেই এনআইএ-র জালে সোনু। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে এলাকা থেকে সোনুকে গ্রেপ্তার করেছেন NIA-র তদন্তকারীরা। তাকে জেরা করে এহেন ষড়যন্ত্রের পিছনে আর কারা ছিল, তা জানতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সোনু গ্রেপ্তার হতেই এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

কুখ্যাত দুষ্কৃতী সোনুকে গ্রেপ্তার করল NIA. নিজস্ব ছবি।

ঘটনা ২০২৪ সালের আগস্ট মাসের ২৮ তারিখের। সেদিন ছিল বিজেপির ডাকা বাংলা বন্‌ধ। তার মাঝেই আচমকা ভাটপাড়ায় শুটআউটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, অর্জুন ঘনিষ্ঠ বিজেপির যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। বুলেটপ্রুফ গাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে যান। ঘটনাস্থলের কাছেই এক ব্যক্তির কানে লাগে একটি গুলি। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। রবি সিং নামে ওই যুবককে দ্রুত উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার নেপথ্যে জগদ্দলের তৃণমূল বিধায়ককেই দায়ী করেছিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক, অর্জুনপুত্র পবন সিং। অভিযোগ, টিটুয়া ও সোনু নামে দুই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাঁরা সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদেরই কাজ এটা।

Advertisement

এই ঘটনা নিয়ে মামলা হলে NIA-কে তদন্তভার দেয় আদালত। দায়িত্ব গ্রহণের পর তদন্তে নেমেই অভিযুক্ত হিসেবে সোনুকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। এলাকায় সোনু কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত এবং তৃণমূল ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যায়। যদিও বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক সাফ জানিয়ে দিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কড়া দলীয় নেতৃত্ব। কোনও রকম সমাজবিরোধীর কোনও স্থান নেই। পালটা অর্জুন সিংকে নিশানা করে তাঁর বক্তব্য, এতদিন এলাকায় বহু দুষ্কৃতী মাথাচাড়া দিয়েছিল, এবার তাদের দমন করার পালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement