Advertisement
Advertisement

সরকারি ছুটি একই থাকছে আগামী বছর

ক্লিক করে মিলিয়ে নিন আগামী বছরের ছুটির হিসেবনিকেশ৷

Next year's holiday list for state government employees
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 9:36 am
  • Updated:November 3, 2016 9:36 am  

স্টাফ রিপোর্টার: আগামী বছর দুর্গাপুজোয় ছুটি বাড়ল রাজ্য সরকারি কর্মীদের৷ এবার মহাষষ্ঠী থেকে ছুটি ঘোষণা থাকলেও পঞ্চমীতেও ছুটি ঘোষণা করা হয়েছিল৷ সেই হিসাবে টানা ১২ দিন ছুটি পেয়েছিলেন রাজ্যের কর্মীরা৷ কিন্তু ২০১৭ সালে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ছুটি থাকবে টানা ১৩ দিন৷ আগামী বছরের রাজ্য সরকারের ছুটির তালিকা অনুযায়ী মহাষষ্ঠী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি৷ ৪ তারিখও অতিরিক্ত ছুটির দিন ঘোষণা করা হয়েছে৷ লক্ষ্মীপুজোর ছুটি ৫ অক্টোবর৷ অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে পরের দিনও৷ সেক্ষেত্রে ৮ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা৷

যদিও পঞ্চমীর দিন অর্থাৎ সোমবার ছুটি ঘোষণা করা হলে টানা ১৬ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা৷ দোলযাত্রা ১২ মার্চ ও মহরম ১ অক্টোবর রবিবার পড়ায় সেই ছুটি পাচ্ছেন না তাঁরা৷ তবে দোলের পরের দিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য৷ একইভাবে ইংরেজি নববর্ষ ও ১ অক্টোবর বিজয়া দশমী রবিবার পড়ছে৷ তাই ওই দু’দিনও ছুটি হিসাবে গ্রাহ্য হবে না৷ দুর্গাপুজো বাদে কালীপুজো-ভাই ফোঁটায় টানা চারদিন ছুটি মিলবে৷ এদিকে, ছটপুজোয় ছুটি নিয়ে পুরনো বিজ্ঞপ্তি বাতিল করেছে রাজ্য৷ গত ২৮ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ছটপুজোকে সেকশনাল হলিডে হিসাবে ঘোষণা করা হয়েছিল৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, এনআই অ্যাক্টে ছুটি থাকবে স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ জানুয়ারি বৃহস্পতিবার, নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি সোমবার, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস বৃহস্পতিবার, সরস্বতী পুজো ১ ফেব্রুয়ারি বুধবার, গুড ফ্রাইডে ও আম্বেদকরের জন্মদিন ১৪ এপ্রিল শুক্রবার, বাংলা নববর্ষ ১৫ এপ্রিল শনিবার, মে দিবস সোমবার, রবীন্দ্রনাথের জন্মদিন ৯ মে মঙ্গলবার, ইদ-উল-ফিতর ২৬ জুন সোমবার, স্বাধীনতা দিবস মঙ্গলবার, ইদুজ্জোহা ২ সেপ্টেম্বর শনিবার, মহালয়া ১৯ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৭ সেপ্টেম্বর বুধবার, মহাষ্টমী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মহানবমী ২৯ সেপ্টেম্বর শুক্রবার, বিজয়া দশমী ৩০ সেপ্টেম্বর শনিবার, গান্ধী জয়ন্তী ২ অক্টোবর সোমবার, লক্ষ্মীপুজো ৫ অক্টোবর বৃহস্পতিবার, কালীপুজো ১৯ অক্টোবর বৃহস্পতিবার, গুরুনানকের জন্মদিন ৪ নভেম্বর শুক্রবার ও বড়দিন ২৫ ডিসেম্বর সোমবার৷

অন্যদিকে, এনআই অ্যাক্ট বাদে অন্য ছুটির তারিখও জানানো হয়েছে৷ শিবরাত্রি ২৪ ফেব্রুয়ারি শুক্রবার, হোলি সোমবার ১৩ মার্চ, জন্মাষ্টমী ১৪ আগস্ট, দুর্গাপুজোর ষষ্ঠী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার, পুজোর কারণেই বাড়তি ছুটি ৪ অক্টোবর৷ লক্ষ্মীপুজোর জন্য বাড়তি ছুটি ৬ অক্টোবর, শুক্রবার৷ কালীপুজোর ক্ষেত্রে ২০ অক্টোবর বাড়তি ছুটি, শুক্রবার৷ কালীপুজো ও ভাইফোঁটার ছুটি ২১ তারিখ৷ ফতেয়া দোহাজ দহমের ছুটি ২ ডিসেম্বর, শনিবার৷ জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজ দহম ও ভাইফোঁটার ছুটি কেবলমাত্র যেসব ক্ষেত্রে শনিবার ছুটি থাকে না, সেখানে গ্রাহ্য হবে৷

১৩ জুলাই, বৃহস্পতিবার দার্জিলিং জেলার ক্ষেত্রে ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে৷ এছাড়া ১৫ এপ্রিল শনিবার খ্রিস্টানদের ইস্টার স্যাটারডে এবং ওইদিনই বৈশাখি উপলক্ষে শিখ ধর্মবলম্বীদের ছুটি থাকবে৷ ১০ মে বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সবেবরাতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ১২ মে শুক্রবার ছুটি পাবেন৷ ছটপুজোর জন্য ২৬ অক্টোবর সেকশনাল হলিডে হিসাবে গণ্য করা হবে৷ জৈন সম্প্রদায়ের মানুষ ৯ এপ্রিল মহাবীর জয়ন্তীর জন্য ছুটি পাবেন৷ করমপুজোর জন্য কবে ছুটি থাকবে, সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement