Advertisement
Advertisement

Breaking News

প্রসবের সময় চিকিৎসকের হাতে ছিন্ন সদ্যোজাতর মাথা, মৃত্যু প্রসূতির

মুখে কুলুপ নার্সিংহোম কর্তৃপক্ষের৷

Newborn’s head severed, mother died in Cooch Behar hospital negligence

ফাইল ফটো

Published by: Sayani Sen
  • Posted:August 25, 2018 11:21 am
  • Updated:August 25, 2018 11:21 am  

বিক্রম রায়, কোচবিহার: প্রসবের সময় চিকিৎসকের হাতে চলে এল সদ্যোজাতর মাথা৷ কিছুক্ষণ পরেই মৃত্যু হয় প্রসূতিরও৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার এক নার্সিংহোমে৷ এই ঘটনার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখান প্রসূতির পরিবারের লোকজন৷ মুখে কুলুপ নার্সিংহোম কর্তৃপক্ষের৷

[প্লাস্টিক সার্জারিতে নতুন যোনিদ্বার, চিকিৎসায় বিপ্লব]

কোচবিহারের শীতলকুচি থানার বড় মরিচা নগরের বাসিন্দা মেখলিকা বিবি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ সরকারি হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছিল তাঁর৷ বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় ওই মহিলার৷ ওইদিন রাতেই মাথাভাঙার এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সেখানেই চিকিৎসা চলছিল মহিলার৷ ইঞ্জেকশন দিলে ব্যথা কমে যায়৷ শুক্রবার সকালেও নতুন করে আর কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি মেখলিকার৷ কিন্তু রাতে আবারও অসুস্থ হয়ে পড়তে শুরু করেন তিনি৷ শুরু হয় প্রসব যন্ত্রণা৷ ছটফট করতে শুরু করেন বছর চল্লিশের ওই মহিলা৷ নর্মাল ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ বেশ কিছুক্ষণ চেষ্টা করেন তাঁরা৷ রোগীর পরিবারের দাবি,  সদ্যোজাতর মাথা ছিঁড়ে চলে আসে চিকিৎসকের হাতে৷ মহিলার অত্যন্ত রক্তক্ষরণ শুরু হয়৷ আরও অসুস্থ হয়ে পড়তে শুরু করেন ওই প্রসূতি৷ কিছুক্ষণ পরই মারা যান মেখলিকা বিবি৷

Advertisement

[মৃত্যুর পরে ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানোর অভিযোগ, উত্তাল নার্সিংহোম]

প্রসূতির মৃত্যুর খবর শুনে উত্তেজিত হয়ে পড়েন তাঁর পরিবারের লোকজনেরা৷ সদ্যোজাতর মাথা ছিঁড়ে যাওয়ার ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ করেন তাঁরা৷ নার্সিংহোমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ প্রসূতির পরিবারের বিক্ষোভের মাঝেই নার্সিংহোম ছেড়ে পালিয়ে যান চিকিৎসক ও অন্যান্য নার্সরা৷ ইতিমধ্যেই খবর পৌঁছায় মাথাভাঙা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ নতুন করে আর কোনওরকম অশান্তি এড়াতে  রাত থেকেই  নার্সিংহোমে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করেননি প্রসূতির পরিবারের লোকজনেরা৷ প্রসূতির মৃত্যুর ঘটনায় যদিও এখনও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement