প্রতীকী ছবি।
বাবুল হক, মালদহ: চিকিৎসার ‘গাফিলতি’তে সদ্যোজাতর মৃত্যু। খুদের পরিবারের দাবি, প্রসবের পর থেকেই অসুস্থ ছিল শিশুটি। তা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দেয়নি। প্রতিবাদে চাঁচলের নার্সিংহোমে ভাঙচুর মৃতের পরিজনদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁচল থানার পুলিশ।
চাঁচল এলাকার বাসিন্দা সোমা পারভিনের গত বুধবার প্রসব যন্ত্রণা শুরু হয়। চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। অস্ত্রোপচার করা হয়। সেদিন রাতে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে সদ্যোজাতর শারীরিক অবস্থার অবনতি হয়। তবে তা সত্ত্বেও নার্সিংহোম কর্তৃপক্ষ চিকিৎসার কোনওরকম উদ্যোগ নেয়নি বলেই অভিযোগ। এমনকি সেকথা পরিবারের লোকজনদের জানানো হয়নি বলেও দাবি।
বৃহস্পতিবার রাতে নার্সিংহোম কর্তৃপক্ষ আচমকাই জানায় সদ্যোজাতর অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে গিয়েছে। তড়িঘড়ি তাকে চাচঁল হাসপাতালে ভরতি করা হয়। বন্ডে সই করে হাসপাতালে ভরতি করা হয় তাকে। তবে শেষরক্ষা হল না। শনিবার ভোররাতে মৃত্যু হয় ওই শিশুকন্যার। এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃত শিশুকন্যার পরিবারের লোকজন। প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় নার্সিংহোম চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.