Advertisement
Advertisement

Breaking News

Vishva Bharati

নয়া দুর্নীতি বিশ্বভারতীতে, পিয়ারসন হাসপাতালে আর্থিক কেলেঙ্কারির রিপোর্ট দিল CAG

পাঁচ ফার্মাসিস্টকে শোকজ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

New scam at Vishva Bharati's Pireson hopsital on medicines, says CAG report| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 4, 2021 10:58 am
  • Updated:January 4, 2021 10:58 am  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্বভারতী (Vishva Bharati) বিশ্ববিদ্যালয়ের। জমি নিয়ে নানা জটিলতার মাঝে এবার পিয়ারসন হাসপাতালে আর্থিক কেলেঙ্কারি। এখানে ওষুধে গরমিলের অঙ্ক ২০ লক্ষ টাকারও বেশি। CAG রিপোর্টে এই গরমিলের তথ্য সামনে আসতেই পাঁচ জন ফার্মাসিস্টকে শোকজ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তাদের শোকজের চিঠি দেওয়া হয়েছে বলে খবর।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটি হাসপাতাল রয়েছে – পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালে মূলত বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যরা এবং ছাত্রছাত্রীরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। ইন্ডোরের পাশাপাশি আউটডোরে চিকিৎসা করানোর সুবিধাও রয়েছে। বিশ্বভারতীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ওষুধ নিয়ে বেআইনি কারবার চলছে। ওষুধ সংক্রান্ত দুর্নীতি অভিযোগ পেয়ে সম্প্রতি CAG তদন্ত শুরু করে। আর তাতেই যাবতীয় কেলেঙ্কারি প্রকাশ্যে এসে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বছরের শুরুতেই শীতের আমেজে ছেদ, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ]

পিয়ারসন হাসপাতাল নিয়ে CAG’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত চার বছর ধরে ওষুধের এই দুর্নীতি চলছে। মূলত অ্যাজিথ্রোমাইসিন এবং সেফিক্সিন ট্যাবলেট নিয়ে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে এখানে। সূত্রের খবর, ২ লক্ষেরও বেশি ট্যাবলেট স্টোর থেকে ইস্যু হয়ে কাউন্টারে আসে রোগীদের দেওয়ার জন্য। নিয়ম অনুসারে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে কাউন্টারে যাঁরা থাকেন, তাঁরাই ওষুধ দিয়ে থাকেন। কিন্তু CAG’র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ দেওয়া হয়েছে। গত চার বছরে যে পরিমাণ ট্যাবলেট ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হয়েছে, তার আর্থিক মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। এদিকে এই বিষয়টি সামনে আসতেই পাঁচজন ফার্মাসিস্টকে শোকজ করেন পিয়ারসন হাসপাতালের সিএমও অরিন্দম চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: কালিম্পংয়ে জনপ্রিয় নেপালি গায়কের অনুষ্ঠানে ভিড়, চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার]

বিশ্বভারতী কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করতে নিজস্ব একটি কমিটি গঠন করতে চলেছে। এই কমিটির দেওয়া রিপোর্ট অনুসারে পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে খবর। এই পাঁচজনের মধ্যে দু’জন জানুয়ারি থেকে মার্চের মধ্যে চাকরি থেকে অবসর নেবেন। সূত্রের খবর, বিশ্বভারতীর পিয়ারসন হাসপাতালে যে ২০ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অর্থ এই পাঁচজনের কাছ থেকে উদ্ধার করতে পারে। অন্যথায় এঁদের সাসপেন্ড করা হতে পারে। এ বিষয়ে যদিও বিশ্বভারতীর মুখপাত্র অনির্বান সরকার কিছু বলতে অস্বীকার করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement