দেব গোস্বামী, বোলপুর: নতুন ভারপ্রাপ্ত উপাচার্য পেল ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী। দায়িত্ব পেলেন পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল৷ লোকসভা নির্বাচন চলছে বলে এই মুহূর্তে স্থায়ী উপাচার্য নিয়োগ করেনি কেন্দ্র। সেই কারণেই ফের ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ।
২০১৮ সালে বিশ্বভারতীর (Visva-Bharati University) স্থায়ী উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। কখনও রাজ্য সরকার, কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রসঙ্গে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছিলেন তিনি৷ যার ফলে ৫ বছরের মেয়াদকালে নানান বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর মেয়াদ শেষ হতেই ২০২৩ সালের ৯ নভেম্বর বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। উল্লেখ্য, বিশ্বভারতীর নিজস্ব সংবিধান রয়েছে৷ সেই সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী কর্মসমিতির বর্ষীয়ান সদস্যই উপাচার্যের ভার সামলাবেন, যতক্ষণ শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্য নিয়োগ না করবে৷ সেই অনুযায়ী সঞ্জয়কুমার মল্লিকের ২ বছরের অধ্যক্ষ পদের মেয়াদ শেষ হয়েছে গত ২৫ মে৷ ফলে তিনি আর কর্মসমিতির সদস্য নেই৷ এই মুহুর্তে কর্মসমিতির বর্ষীয়ান সদস্য পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। তাই বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন তিনি৷
ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো৷ অর্থাৎ ৬ মাসের মাথায় ফের উপাচার্য বদল বিশ্বভারতীর। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন চলছে৷ বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নির্বাচনী আবহে নতুন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করেনি শিক্ষামন্ত্রক৷ আপাতত ভারপ্রাপ্ত উপাচার্যই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম দেখবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.