Advertisement
Advertisement

মাস কয়েক ধরে নদিয়ার সোনার দোকানে ডাকাতির ছক, কল্যাণীতে ভাড়া থাকছিল দুষ্কৃতীরা

ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করার হয়েছে।

New facts emerge in Nadia jewellery shop robbery
Published by: Paramita Paul
  • Posted:August 30, 2023 7:50 pm
  • Updated:August 30, 2023 7:50 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: রানাঘাটের সোনার দোকানে ডাকাতির নীলনক্সা তৈরি হয়েছিল অনেক আগেই? আগেই রেইকি সেরে রেখেছিল দুষ্কৃতীরা? ডাকাতির পরের ২৪ ঘণ্টায় উঠে আসা তথ্যে সেই সন্দেহই সত্য হচ্ছে বলে মনে করছে তদন্তকারীদের একাংশ। ৭ জনের ডাকাত দলের অন্তত ৫-৬ জন এক মাস আগে থেকেই কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। মঙ্গলবার দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর রাতে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে খবর, ডাকাত দলের পাঁচ-ছয় জন ভাড়া থাকত কল্যাণীর বি/১৮ সিএ নম্বর বাড়িতে। এই বাড়িতেই পরিবার নিয়ে একাধিক ভাড়াটে রয়েছে। আর সেই পরিবারগুলির মাঝখানে দু’টি ঘরে গত একমাস ধরে থাকছিলেন মাঝবয়সী ৫-৬ জন যুবক। রাত দশটা বাড়িতে পুলিশ হানা দেয়। দেখে ঘর তালাবন্ধ। দরজার তালা ভেঙে ঘরে তল্লাশি চালায় পুলিশ। তবে তাদের সম্পর্কে বিশেষ কোনও তথ্য দিতে পারেনি বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা। এদিকে বাড়ির মালিক গোপাল সাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন; যাদবপুর ছাত্রমৃত্যু: জেল থেকে ছাড়া পাচ্ছেন জয়দীপ, জামিন পেলেও রেহাই নেই আরও দুইয়ের]

পুলিশ সুত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত এই ডাকাতির ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার করার হয়েছে। ধৃতরা হলেন কুন্দনকুমার যাদব, রাজুকুমার পাসোয়ান,রিক্কুকুমার পাসোয়ান, মনিকান্ত যাদব ও ছোট্টু পাসোয়ান। এদের বাড়ি বিহারের বৈশালী জেলায়। ধৃতদের মধ্যে ৩ জনকে পুলিশ আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত। রানাঘাটের এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীরা মধ্যপ্রদেশের একটি ডাকাতির ঘটনায় যুক্ত কি না তা দুই পুলিশ অফিসার খতিয়ে দেখে চলে যান। এছাড়া পুরুলিয়া থেকে ২ পুলিশ অফিসার আসেন এই ঘটনা তদারকি করতে রানাঘাট থানায়।

ফিল্মি কায়দায় ক্রেতা সেজে ৯ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে, প্রায় কুড়ি মিনিটের মধ্যে সাফ করে দেয় রাজ্যের মধ্যে একই স্বর্ণ বিপণির রানাঘাটের চাবি গেটের দোকানে। তিনটি বাইকে চেপে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীদের সঙ্গে রানাঘাট থানার পুলিশের গুলির লড়াই চলে। এরপরেই চারজন কে ধরে ফেলেন তাঁরা। উদ্ধার হয় একটি ব্যাগ। সোনা, রুপো বিভিন্ন মূল্যবান ধাতুর অলংকার তো বটেই, হিরে এবং অন্যান্য মূল্যবান পাথর সহ কয়েক কোটি টাকার অলঙ্কার লুঠ হয়েছে বলে প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে।

[আরও পড়ুন; নবম-দশমেও ‘বেনিয়ম’, ২ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement