Advertisement
Advertisement

Breaking News

New facts emerge in Barrackpore shop heist

হাওড়ায় ডাকাতির ছক বানচাল হতেই টার্গেট বারাকপুর! শুটআউট কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এদিকে, নিরাপত্তার দাবিতে ধর্মঘট বারাকপুর-পলতা স্বর্ণশিল্পী বাঁচাও সমিতির।

New facts emerge in Barrackpore shop heist । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 27, 2023 1:12 pm
  • Updated:May 27, 2023 4:37 pm  

অর্ণব দাস, বারাকপুর: বারাকপুর সোনার দোকানে শুটআউট কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার কদমতলায় লুটপাটের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় বারাকপুরের সোনার দোকানে হানা দুষ্কৃতীদের, দাবি তদন্তকারীদের। এমন তথ্য সামনে আসার পরই আতঙ্কে হাওড়ার স্বর্ণ ব্যবসায়ীরাও।

তদন্তকারী সূত্রে খবর, বারাকপুরে সোনার দোকানে শুটআউটের ঘটনায় অভিযুক্তরা প্রথমে হাওড়ার কদমতলার সোনার দোকানে ডাকাতির ছক কষে। গত ১৮ মে, একটি রুপোর চেন কেনার নামে ওই দোকানটিতে রেইকি করে দুষ্কৃতীরা। গত বৃহস্পতিবার সেখানে লুটপাটের পরিকল্পনা ছিল। কিন্তু সেদিন কদমতলায় ভিড় বেশি ছিল। তাই পরিকল্পনা বদল করে তারা। পরিকল্পনা বদল করে বারাকপুরের সোনার দোকানে লুটপাট করতে যায় দুষ্কৃতীরা। আর তারপরই শুটআউটের ঘটনা ঘটে। প্রাণ যায় স্বর্ণ ব্যবসায়ীর ছেলের। জখম হন আরও দু’জন।

Advertisement

[আরও পড়ুন: গোঁজ প্রার্থীতেই ডুবল ‘নৌকো’, গাজীপুর মেয়র নির্বাচনে হার আওয়ামি লিগের]

এদিকে, সোনার দোকানে লুটপাট ও শুটআউটের ঘটনার প্রতিবাদে শনিবার ধর্মঘটের ডাক বারাকপুর-পলতা স্বর্ণশিল্পী বাঁচাও সমিতির। বারাকপুরের ওই সোনার দোকানের সামনে থেকে পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত মিছিল করা হয়। সোনার দোকানের মালিক, কর্মচারীরা মিছিলে অংশ নেন। তাঁদের দাবি, বারবার সোনার দোকানগুলিতে ডাকাতি হচ্ছে। তা সত্ত্বেও প্রশাসনকে জানিয়ে কোনও কাজ হচ্ছে না। শুটআউটের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামী সোমবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। ওই বৈঠক ফলপ্রসূ না হলে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তাঁরা।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ইউক্রেনের পর রণদামামা সার্বিয়ায়, পরিস্তিতিতে তীক্ষ্ম নজর দিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement