Advertisement
Advertisement

টেটে অনলাইন আবেদন নিয়ে নতুন মামলা হাই কোর্টে

আগামী বুধবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷

New case filed for TET online application
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 12:01 pm
  • Updated:January 10, 2020 4:35 pm  

স্টাফ রিপোর্টার: প্রাথমিক টেট নিয়ে ফের একটি নতুন মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে৷ এবার মামলা দার্জিলিং, মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার টেট উত্তীর্ণ প্রার্থীদের৷ প্রাথমিক টেটের ফল প্রকাশের পর অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেখানে বলা হয়, ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার একাধিক টেট উত্তীর্ণ প্রার্থীর অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ ও প্রত্যন্ত এলাকায় অনলাইন সংক্রান্ত পরিকাঠামোর অভাবে তাঁরা ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা করতে পারেননি৷

তাঁদের দাবি, এর পর একাধিকবার তাঁরা পর্ষদের কাছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বৃদ্ধির আবেদন জানান৷ কিন্তু তা সত্ত্বেও অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এরপর সোমবার বিষয়টি নিয়ে তাঁরা হাই কোর্টে মামলা দায়ের করেছেন৷ মামলাটি গ্রহণ করেছে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ আগামী বুধবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement