Advertisement
Advertisement

আজ থেকে কার্যকর বাস-ট্যাক্সির নয়া ভাড়া, যাত্রীদের মধ্যে তুঙ্গে বিভ্রান্তি

অধিকাংশ বাসে নেই চার্ট, ভাড়া নিয়ে বচসারও খবর মিলছে৷

New bus-Taxi fares applicable from June 11

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 12:16 pm
  • Updated:June 11, 2018 12:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আজ থেকে চালু হচ্ছে বাস, ট্যাক্সির বর্ধিত ভাড়া৷ সোমবার বাসে উঠলেই ন্যূনতম গুনতে হবে সাত টাকা৷ ট্যাক্সিতে উঠলেই ৩০টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের৷ গত শুক্রবার পরিবহণ দপ্তরের তরফে জারি করা ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ, সোমবার থেকে কার্যকর হচ্ছে৷ তবে, নয়া ভাড়া কার্যকর হলেও তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি৷

[শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম, বাঁচানো গেল না মেদিনীপুরের বিরল শিশুকে]

তবে, আজ থেকে নতুন ভাড়া চালু হয়ে গেলেও অধিকাংশ বাস মালিক নতুন ভাড়ার চার্ট সংগ্রহ করতে পারেননি৷ ফলে, বাসে চার্ট ছাড়া বর্ধিত হারে ভাড়া নেওয়ার জেরে যাত্রী ও বাসকর্মীদের বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন রুটে৷ নতুন চার্ট না দেখে বর্ধিত ভাড়া দিতে বহু যাত্রীই অস্বীকার করেছেন৷ ছ’টাকার পরিবর্তে সাত টাকার নতুন টিকিট দিতে না পারায় ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে যাত্রী মহলে৷ অভিযোগ উঠছে, গত মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি হলেও কোন সোমবারের মধ্যে নতুন ভাড়ার চার্ট লাগানো ও ও পর্যাপ্ত টিকিট ছাপানোর ব্যবস্থা করল না কর্তৃপক্ষ? নতুন চার্ট না থাকায় যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে সমস্যায় পড়ছেন বাস কর্মীরাও৷ ফলে, সবকিছু গুছিয়ে উঠে নতুন ভাড়া পুরোপুরি চালু করতে আরও দু’একদিন সময় লাগবে বলে জানানো হয়েছে৷ বাসের পাশাপাশি,  ট্যাক্সির ভাড়া সংক্রান্ত ব্যাপারেও বিভ্রান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মিটার রিডিং সহ প্রযুক্তিগত কিছু কাজ বাকি থাকায় এখনও নতুন ভাড়া লাগু করা নিয়ে চাপে ট্যাক্সি চালকরা৷ এমনিতে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ আছে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ নতুন ভাড়া কার্যকর করা নিয়ে আজও বিভ্রান্তি ছাড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে৷

Advertisement

[দেওয়ালে মাথা ঠুকে বালিশ চাপা দিয়ে খুন, কসবায় গ্রেপ্তার ফ্ল্যাটের সাফাইকর্মী]

বেসরকারি বাসমালিকদের দাবি মেনে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ গত মঙ্গলবার নবান্নে পরিবহণমন্ত্রীর উপস্থিতিতে বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি স্তরে ১ টাকা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ভাড়া বাড়বে ট্যাক্সি ও লঞ্চেরও। পরিবহণমন্ত্রীর আশ্বাস, পেট্রল ও ডিজেলের দাম যখন কমবে, তখন বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়াও কমিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, আপাতত শুধুমাত্র কলকাতাতেই বাসভাড়া বাড়ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement