Advertisement
Advertisement

বাদুড়িয়ায় শিশুপাচার চক্রের খোঁজ, ধৃত নার্সিংহোমের মালিক-সহ ৮

মধুচক্র বসানো থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ ছিলই ওই নার্সিংহোমের বিরুদ্ধে৷

New Born Child Trafficking Busted at Baduria
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 8:12 pm
  • Updated:November 22, 2016 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবাকে বলা হত সদ্যোজাত মৃত৷ তারপর বিস্কুটের বাক্সে করে সেই শিশু পাচার হয়ে যেত ভিনরাজ্যে৷ এভাবেই বাদুড়িয়ায় রমরমিয়ে চলছিল শিশুপাচার চক্র৷ গোপনে সে খবর পেয়ে তদন্তে নেমেছিল সিআইডি৷ পুলিশ ও সিআইডি যৌথ অভিযানে নার্সিংহোমের মালিক সহ গ্রেফতার করা হল ৮ জনকে৷

বেশ কয়েকদিন ধরেই বাদুড়িয়ায় বাগজোলা এলাকার এক নার্সিংহোমে আসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ৷ স্থানীয়রা এ নিয়ে নালিশও করেছিলেন৷ মধুচক্র বসানো থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ ছিলই ওই নার্সিংহোমের বিরুদ্ধে৷ সে খবর পেয়েই গোপনে তদন্তে নামে সিআইডি৷ হদিশ পাওয়া যায় এই শিশুপাচার চক্রের৷ জানা যাচ্ছে, নার্সিংহোমে থেকে সদ্যোজাতকে বিস্কুটের বাক্সে করে পাচার করা হত এক ক্লিনিকে৷ চক্রে যোগ ছিল এক এনজিওর-ও৷ মূলত এই সংস্থাটিকে মাধ্যম করেই সদ্যোজাতদের পাচার করা হত ভিনরাজ্যেও৷ পুরুষ শিশুসন্তানের ক্ষেত্রে দাম উঠত দুই লক্ষ টাকা৷ কন্যাসন্তানের জন্য দাম উঠত এক লক্ষ টাকা৷ সাধারণত মা-বাবাকে বলা হত সদ্যোজাত শিশুসন্তানটি মৃত৷ মৃত সন্তানের শব আর তাঁদের হাতে তুলে দেওয়া হত না৷ বদলে জীবিত সন্তান পাচার করে দেওয়া হত৷ তদন্তে নেমে ওই নার্সিংহোমের মালিক-সহ সাতজনকে গ্রেফতার করল গোয়েন্দারা৷ সেইসঙ্গে ৩ বাচ্চাকেও উদ্ধার করা হয়৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement