প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সরকারি হাসপাতালে সদ্যোজাত বদলের অভিযোগ। কাঠগড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কর্তৃপক্ষের।
ফাঁসিদেওয়ার বাসিন্দা এক প্রসূতি বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। পুত্রসন্তানের জন্ম দেন। সদ্যোজাতকে দেখে বাড়ি ফেরেন পরিবারের লোকজন। তাঁদের দাবি, কিছুক্ষণ পর ফোন করে জানানো হয় কন্য়াসন্তান হয়েছে প্রসূতির। তরুণীর পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশমতো কর্তব্যরত নার্স সন্তান বদলে দিয়েছেন। এই অভিযোগে হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রসূতির পরিবারের লোকজনেরা। পালটা নার্সরাও দুর্ব্যবহার করে বলেই অভিযোগ।
তবে অশান্তির পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নাকি আবার অবস্থান বদল করা হয়। প্রসূতি পুত্রসন্তানেরই জন্ম দিয়েছে বলে দাবি করা হয়। ভুলবশতই নাকি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কন্যাসন্তান জন্মের কথা ফোনে জানানো হয়েছিল বলেও উল্লেখ করা হয়। ঠিক কেন এমন গণ্ডগোল হল, স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের অ্যাডিশনাল সুপার নন্দন বন্দ্যোপাধ্যায় অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর দাবি, “একটি অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হবে। প্রয়োজনমতো ব্যবস্থাও নেওয়া হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.