Advertisement
Advertisement

আগামী বছর ৫০টি নয়া দমকল কেন্দ্র চালু হবে রাজ্যে

একইসঙ্গে কলকাতা ও শিলিগুড়ির জনবহুল বসতি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় বেশ কয়েকটি অস্থায়ী দমকল কেন্দ্রও চালু হচ্ছে৷

New 50 fire brigade centre will be opened, Said Sovan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2016 11:02 am
  • Updated:October 29, 2016 4:07 pm  

স্টাফ রিপোর্টার: আগামী এক বছরে রাজ্যে প্রায় নতুন ৫০টি দমকল কেন্দ্র চালু হবে৷ একইসঙ্গে কলকাতা ও শিলিগুড়ির জনবহুল বসতি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় বেশ কয়েকটি অস্থায়ী দমকল কেন্দ্রও চালু হচ্ছে৷ কাকদ্বীপে নয়া দমকল কেন্দ্র উদ্বোধনের পর শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের দমকল, পরিবেশ ও আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ মাসখানেক আগেই সাগরে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে একটি অস্থায়ী দমকল কেন্দ্রও চালু করেন দমকলমন্ত্রী৷ সেই কেন্দ্রটি অচিরেই স্থায়ী করা হবে বলেও ঘোষণা করেন শোভন৷

রাজ্য সরকারের অগ্নিনির্বাপণ পরিকল্পনার কথা সবিস্তারে বলে মন্ত্রী শোভন বলেন, “এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ১৫০টি দমকল কেন্দ্র চলছে৷ আরও ৩০টি দমকল কেন্দ্র দ্রুত নির্মাণ হচ্ছে৷ দিনকয়েক আগে আগুন নেভানোর জন্য ৫০টি নতুন গাড়ি কেনা হয়েছে৷ বহুতলের আগুন নেভানোর জন্য অত্যাধুনিক যন্ত্র কেনা হচ্ছে৷ প্রতি ছ’মাস অন্তর সার্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপট আলোচনা করে তবেই অগ্নিনির্বাপণের অত্যাধুনিক যন্ত্র কেনা ও পরিকাঠামো তৈরির ব্যবস্থা হবে৷” কলকাতার খিদিরপুর, রাজাবাজার, বড়বাজার ও শ্যামবাজারের মতো জনবহুল এলাকায় মেয়র তথা মন্ত্রীর উদ্যোগে শীঘ্রই অস্থায়ী দমকল কেন্দ্র শীঘ্রই চালু হচ্ছে৷ আগামী ছ’মাসে ডানকুনি, পাণ্ডুয়া, চাকদহ, তেহট্ট, বেথুয়াডহরি, শীতলকুচি এবং মেমারিতে কবে কোথায় দমকল কেন্দ্র চালু হবে বলেও এদিন দমকলমন্ত্রী জানিয়ে দিয়েছেন৷ মন্দিরবাজার-সহ দক্ষিণ ২৪ পরগনায় আরও কয়েকটি বিধানসভা কেন্দ্রে শীঘ্রই অগ্নিনির্বাপণ ব্যবস্থা চালু হবে বলে ঘোষণা করেন মন্ত্রী৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement