দিব্যেন্দু মজুমদার, হুগলি: নেতাজির মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়৷ রবিবার সকালে উত্তরপাড়া থানার অদূরেই সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার সাধারণ মানুষজন৷ ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়৷ কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, সেই প্রশ্নে শোরগোল পড়ে যায়৷ অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷
[ আরও পড়ুন: রাস্তায় নেমে শাশুড়ি-বউমার চুলোচুলি, তারিয়ে তারিয়ে উপভোগ স্বামী-শ্বশুরের ]
জানা গিয়েছে, থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে ভবনটির পাশে ওই আবক্ষ মূর্তিটি বসানো ছিল, সেই বাড়িটির একটি ঐতিহাসিক গুরুত্ব আছে৷ এক সময়ে সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল ওই বাড়িটিতে৷ এবং সেই স্মৃতিতেই বাড়িটিকে সংস্কার করে উত্তরপাড়া পুরসভা৷ বাড়িটির পাশে বসানো হয় নেতাজির ওই আবক্ষ মূর্তিটি৷ ফলে বাড়িটিকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মনে একটা আবেগ রয়েছে৷ রবিবার সাত সকালে ওই মূর্তিটি ভেঙে পড়ে থাকতে দেখে, তাই রাগে গর্জে ওঠে এলাকাবাসী৷ তৈরি হয় তীব্র চাঞ্চল্য৷ মূর্তিটি থানার একদম পাশে থাকলেও, কেন রক্ষা করতে পারল না পুলিশ, তা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা৷
[ আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’, মুম্বই থেকে ডাক পেলেন রানাঘাটের রানু ]
পুলিশ জানিয়েছে, গতকাল তারকেশ্বরগামী পুণ্যার্থীদের প্রবল চাপ ছিল৷ ওই রাস্তা দিয়েই কাতারে কাতারে পূণ্যার্থী তারকেশ্বরের উদ্দেশে যাচ্ছিলেন৷ তাঁদের অনেকে মদ্যপ অবস্থাতে ছিলেন৷ তাঁরাই করে থাকতে বলে অনুমান পুলিশের৷ স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর ক্ষোভ প্রশমন করে তড়িঘড়ি ভাঙা মূর্তিটি থানায় নিয়ে যান উত্তরপাড়া থানার আধিকারিকরা৷ এরপরও পরিস্থিতি অশান্ত থাকে৷ তবে পরিস্থিতি আয়ত্তে আনেন জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব৷ ঘটনায় দুঃখপ্রকাশ করে, ১৫ আগস্টের আগেই মূর্তিটি ওই স্থানে স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.