Advertisement
Advertisement

Breaking News

Netaji Birthday

জাতীয় ছুটির দাবিতে তৃণমূলের মঞ্চ থেকেই সরব সুজন! ভিন্ন সুর বিমানের

'আমরা সবাই নেতাজিভক্ত', তৃণমূলের অনুষ্ঠানে যোগদান নিয়ে বললেন সুজন।

Netaji Birthday: Sujan Chakraborty joins TMC programme to pay tribute to Netaji and demands National holiday | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 23, 2024 5:05 pm
  • Updated:January 23, 2024 5:23 pm  

বাবুল হক, মালদহ: মেলালেন, নেতাজি মেলালেন! দেশনায়কের জন্মবার্ষিকীতে মালদহে তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার অনুষ্ঠানের আয়োজন করেছিল। ইংরেজবাজার পুরসভার তরফে তার আয়োজন করেছিলেন প্রাক্তন বিধায়ক তথা পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। মঙ্গলবার সেই মঞ্চেই দেখা গেল সুজন চক্রবর্তীকে (Sujan Chakroborty)। সেখান থেকেই নেতাজির জন্মদিবসে তৃণমূলের সুরে সুর মিলিয়ে জাতীয় ছুটির দাবিতে সরব হলেন তিনি। সিপিএম নেতার যখন এই দাবি তুলছেন, তখন বিমান বসু বলছেন অন্য কথা। জন্মদিন উপলক্ষে বামেদের আয়োজিত মিছিল থেকে ছুটি নিয়ে বিমান বসু দায় চাপালেন তৃণমূল সরকারের উপরই।

মালদহে এসএফআইয়ের (SFI) রাজ্য সম্মেলন উপলক্ষে প্রাক্তন সিপিএম বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সেখানে গিয়েছেন। মঙ্গলবার নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ইংরেজবাজার পুরসভার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার রাস্তা খুলে দিলেন তিনি। শুধু যোগদানই নয়, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর পাশে দাঁড়িয়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন। এবং বক্তব্যও রাখেন। তৃণমূলের সুরে সুর মিলিয়েই সুজনবাবু ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দাবি করেন। এও জানান, তৃণমূলের এই দবি ন্যায্য।

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বিশ্বকাপে নামবেন রোহিত ব্রিগেডের বিরুদ্ধেই, কে তিনি?]

কিন্তু তৃণমূল পরিচালিত পুরসভার মঞ্চে কেন সিপিএম (CPM) নেতা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজনবাবুর বক্তব্য, ”আমরা সবাই নেতাজিভক্ত। এই মালদহে আজ সবাই মিলে, বিভিন্ন দল মিলেমিশে যে অনুষ্ঠান করছে, সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আমাকেও তাঁরা ডেকেছিলেন বক্তব্য রাখার জন্য। তাতে কী হয়েছে? আমি বলতে চাই, যেখানে নেতাজির জন্মদিনে ছুটি দিতে পারে না, অথচ ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন অর্ধদিবস ছুটি দেয়, তাদের আর কিছু বলার নেই।” অর্থাৎ এই মঞ্চকে তিনি নিতান্তই তৃণমূলের মঞ্চ হিসেবে দেখছেন না, উলটে নেতাজিকে কেন্দ্র করে রাজনৈতিক সৌজন্যের কথাই বললেন।

[আরও পড়ুন: ‘কোর’ কমিটি ভেঙে দিল ফুটবল ফেডারেশন, বদল অন্য কমিটিতেও]

এদিকে, কলকাতায় আজ নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বামেরাও মিছিল করে। আর সেই মিছিল থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) জাতীয় ছুটি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দুষলেন। তাঁর দাবি, বাম সরকার ক্ষমতায় থাকাকালীন দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হতো। কিন্তু এখন আর হয় না। তৃণমূল সরকার তা করে না। তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে কোন মুখে ছুটি দাবি করে? এতেই স্পষ্ট, জাতীয় ছুটি ইস্যুতে সুজন চক্রবর্তী আর বিমান বসুর ভিন্ন সুর।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement