Advertisement
Advertisement

Breaking News

প্রতিবেশী কাকুর লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা. চাঞ্চল্য রানাঘাটে

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলত অকথ্য অত্যাচার৷

Neighbour rapes minor girl in Nadia

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:August 20, 2018 4:53 pm
  • Updated:August 20, 2018 6:30 pm  

বিপ্লব দত্ত, নদিয়া: আগ্নেয়াস্ত্র দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল নদিয়ার রানাঘাটে৷ এখন চারমাসের অন্তঃসত্ত্বা সে৷ ঘটনাটি ঘটেছে রানাঘাটের শ্যামনগর পঞ্চায়েতের বিধবাপাড়ায়৷ অভিযুক্ত, ওই নাবালিকারই এক প্রতিবেশী৷ অভিযুক্ত তনুজ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩৫ লক্ষ টাকা, সাহায্যের আশায় অসহায় বাবা-মা]

Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা অষ্টম শ্রেণীর ছাত্রী৷ তার বাবা ও মা দু’জনেই দিন মজুরের কাজ করেন৷  প্রতিদিন সকালে তাঁদের কাজে বেরিয়ে যান তাঁরা৷ অভিযোগ, সেই সুযোগেই নাবালিকার বাড়িতে ঢুকত অভিযুক্ত তনুজ বিশ্বাস৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনের পর দিন  তাকে ধর্ষণ করত সে৷ মুখ খুললে ওই নাবালিকাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তনুজ৷ এতদিন ভয়ে মুখ বুঝে অত্যাচার  সহ্য করেছে ওই নাবালিকা৷ কিন্তু দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়ে সে৷ তখনই আসল ঘটনাটি জানাজানি হয়ে যায়৷ চিকিৎসকরা জানান, ওই নাবালিকা  চারমাসের অন্তঃস্বত্ত্বা৷

[চারিদিকে শুধু জল! কেরলে কাজে গিয়ে প্রাণসংশয়ে বাঁকুড়ার শ্রমিকরা]

ডাক্তারখানা থেকে ফিরে  গোটা ঘটনা বাবা-মাকে জানায় নির্যাতিতা৷ দিনের পর দিন প্রতিবেশী কাকু তার উপরে যে অকথ্য অত্যাচার চালাত তা খুলে বলে সে৷ কান্নায় ভেঙে পড়ে বাবা-মা’র সামনে৷ মেয়ের মুখ থেকে সমস্ত বিষয় জানার পর কার্যত হতবাক হয়ে যান নির্যাতিতার অভিভাবকরা৷ পুলিশের দ্বারস্থ হন তাঁরা৷ অভিযোগ দায়ের করেন প্রতিবেশী তনুজ বিশ্বাসের নামে৷ সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। পকসো আইনের একাধিক ধারায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সোমবার ধৃতকে পেশ করা হয় রানাঘাট মহকুমা পকসো আদালতে৷ সরকারি আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(১) ও পকশো আইনের ৪ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ধৃতকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement