Advertisement
Advertisement

Breaking News

তুফানগঞ্জে NBSTC-র ডিপোয় তালা, ব্যাহত সরকারি বাস পরিষেবা

বিপাকে নিত্যযাত্রীরা।

NBSTC depot locked, bus services hit
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 24, 2019 11:30 am
  • Updated:January 24, 2019 11:30 am  

বিক্রম রায়, কোচবিহার: এনবিএসটিসি-র ডিপোয় তালা, উধাও চোদ্দোটি বাসের চাবি। সাতসকালে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের তুফানগঞ্জে। ডিপোর কর্মীরা জানিয়েছেন, একটি চিরকুট পেয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত যা খবর, ডিপোর তালা খোলা হয়নি। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প বাস রাস্তায় নামিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ।

[হাইওয়েতে তোলা তুলছে ‘ডাকাত’ পুলিশ, অভিযোগে সরব গায়ক সৌমিত্র]

Advertisement

উত্তরবঙ্গে সর্বত্রই এনবিএসটিসি-র সরকারি বাস চলে। কোচবিহারের তুফানগঞ্জ ডিপো থেকে কমপক্ষে ১৪টি রুটের বাস ছাড়ে। কর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে যখন তাঁরা ডিপোতে পৌঁছান, তখন দেখেন, পিছন ও সামনের দরজায় তালা ঝুলছে। এমনকী, ১৪টি সরকারি বাসের চাবিও উধাও হয়ে গিয়েছে। শোরগোল পড়ে যায়। বিস্তর খোঁজাখুঁজি করেও ডিপোর দরজায় লাগানো তালার চাবিটি পাওয়া যায়নি। তবে একটি চিরকুট পাওয়া যায়। এনবিএসটিসি-র তুফানগঞ্জ ডিপোর কর্মীরা জানিয়েছেন, চিরকুটে একটি মোবাইল নম্বর দেওয়া আছে। নিচে লেখা, ‘চাবি আমার কাছে। ফোন করলে চাবি পাওয়া যাবে।’ কিন্তু, ওই নম্বরে যখন ফোন করা হয়, তখন কারও সাড়া মেলেনি বলে অভিযোগ। এদিকে ডিপো বন্ধ থাকায় তুফানগঞ্জে ব্যাহত হয় সরকারি বাস পরিষেবা। বিপাকে পড়েন যাত্রীরা। শেষ খবর অনুযায়ী, ডিপোর তালা এখনও খোলা যায়নি। তবে বিকল্প বাস রাস্তায় নামিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ।  

কিন্তু, কারা তুফানগঞ্জে এনবিএসটিসি-র ডিপোয় তালা ঝুলিয়ে দিল? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ডিপোতে রাতে দু”জন নিরাপত্তারক্ষী থাকেন। বুধবার রাতে তিনটে নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন তাঁরা। তারপর কেউ বা কারা ডিপোতে তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছে। ঘটনায় তুফানগঞ্জে এনবিএসটিসি-র বাস ডিপোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ছবি: দেবাশিস বিশ্বাস

[ সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ দাশনগর স্টেশনে, দুর্ভোগে যাত্রীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement