Advertisement
Advertisement

সিবিআই নয়, মোদির হেফাজতে আছেন সুদীপ: নয়না

ণমূলের বিরোধী স্বর স্তব্ধ করতেই যে তাঁর গ্রেপ্তারি হাবেভাবে তা স্পষ্ট করে দিয়েছিলেন সাসংদ৷

Nayna Bandyopadhyay alleges that Sudip is in Modi's Custody not CBI's
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 11:37 am
  • Updated:January 10, 2017 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের হেফাজতে নিয়েছে সিবিআই৷ তদন্তের স্বার্থে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করার আছেই বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার৷ যদিও এ ঘটনায় ক্ষুব্ধ সাসংদের স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যেপাধ্যায়৷ জানিয়েছেন, সিবিআই নয়, তাঁর স্বামী আসলে আছেন মোদির হেফজাতে৷

(ফের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়)

Advertisement

নোট বাতিলের বিরোধিতার জেরেই সুদীপকে গ্রেপ্তার করা হয়েছে, এ অভিযোগ তুলেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই শ্লেষ শোনা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাতেও৷ জানিয়েছিলেন, সংসদে ভাল পারফরম্যান্সের জন্যই তাঁর গ্রেপ্তারি৷ এমনকী গতকাল যখন তাঁকে আদালতে তোলা হচ্ছে তখনও তাঁর প্রতিক্রিয়া অবাক করার মতো৷ জানিয়েছিলেন, বাজেট অধিবেশন ফুরনোর আগে তাঁকে ছাড়বে না গোয়েন্দারা৷ তৃণমূলের বিরোধী স্বর স্তব্ধ করতেই যে তাঁর গ্রেপ্তারি হাবেভাবে তা স্পষ্ট করে দিয়েছিলেন সাসংদ৷ তাঁর স্ত্রীও একই অভিযোগ জানিয়ে বললেন, সুদীপ জানেন না তিনি কেন গ্রেপ্তার হয়েছেন৷ তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ প্রমাণিত হয়নি৷ আসলে সুদীপ সিবিআই নয়, মোদির হেফাজতে আছে৷ নয়নার দাবি, স্থানীয় থানাও অপরাধের কথা না জানিয়ে কাউকে গ্রেপ্তার করে না৷ সেখানে সিবিআই কেন সুদীপকে গ্রেপ্তার করছে, এ কথাটুকু পরিবারের লোকেদের জানানোর প্রয়োজন মনে করেনি বলেও অভিযোগ তাঁর৷

(কবে ছাড়তে পারে সিবিআই ফাঁস করলেন খোদ সুদীপ)

সোমবার আদালতে তোলা হলে সিবিআই আইনজীবী দাবি করেন, সুদীপকে জেরা করে বেশ কিছু তথ্য মিলেছে যা তদন্তে সহায়ক৷ সুদীপবাবুর আইনজীবীর অবশ্য দাবি ছিল, কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি সিবিআই৷ যদিও দু পক্ষের সওয়াল শোনার পর আরও সুদীপের জন্য আরও তিনদিন সিবিআই হেফাজতই মঞ্জুর করেছিল আদালত৷

আরও পড়ুন-

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

ক্যাশলেস লেনদেনের খাতিরে ১৩,০০০ গ্রামে পৌঁছবে ওয়াই-ফাই

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement