Advertisement
Advertisement

Breaking News

Nawasad Siddique

‘সামলে থেকো গুরু’, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে অভিষেককে হারানোর চ্যালেঞ্জ নওশাদের

লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন নওশাদ!

Nawsad Siddique's challenge to beat Abhishek Banerjee at Diamond Harbour | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 16, 2023 8:59 pm
  • Updated:November 16, 2023 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিশানায় ‘ডায়মন্ড হারবার’ মডেল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে তৈরি ‘মডেল’ ভেঙেচুরে নতুন কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ বিরোধীরা। আর সেই সূত্রেই আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ডায়মন্ড হারবার থেকে অভিষেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে নামছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। আর তাঁকে সমর্থন দিতে প্রস্তুত বাকি বিরোধী দলগুলি। এমনকী বিজেপিও। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে গিয়ে সেখান থেকেই অভিষেককে হারানো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন নওশাদ। ডায়মন্ড হারবার থেকে ‘মমতার ভাইপো’কে হারানো নিয়ে কার্যত আস্ফালন করলেন। হুঁশিয়ারির সুরে বললেন, ‘এই তো সবে শুরু/ সামলে থেকো গুরু।’

আগেই নওশাদের হয়ে সমর্থনের কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়েছিলেন, ডায়মন্ড হারবারে ‘ভাইপো’কে হারাতে দরকারে অন্য কাউকে দাঁড় করানো হবে। তাঁর ইঙ্গিতে যে নওশাদই ছিলেন, তাও মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছিল। তলে তলে বিজেপি-আইএসএফ আঁতাঁত নিয়েও বঙ্গ রাজনীতিতে কানাঘুষো শুরু হতেই অবশ্য শুভেন্দু ঢোঁক গিলেছিলেন। জানিয়েছিলেন, বিজেপি নিজেদের শক্তিতেই ডায়মন্ড হারবারে লড়বে।

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতি তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা, ইডির যুক্তি মেনে মানিকের জামিন খারিজ হাই কোর্টে]

এনিয়ে একাধিক জল্পনার মাঝেই বৃহস্পতিবার শুভেন্দুগড়ে কর্মসূচিতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নওশাদ স্পষ্ট বলেন, ”আমি ডায়মন্ড হারবারে দাঁড়াব শুনে তৃণমূলের সব ছোট, মেজো, বড় নেতা আমার পিছনে পড়ে গিয়েছে। আমি যদি এত গুরুত্বপূর্ণ না হই, তাহলে সবাই মিলে কেন আমার পিছনে? ততক্ষণে তো অন্য কাজ করা যেত। আমি আজ এই নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে বলছি, মানুষের আশীর্বাদে আমি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে মমতার ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেব। তাই তো বলি, এই তো সবে শুরু/সামলে থেকো গুরু।”

[আরও পড়ুন: ট্রেনে কাটা পড়া পা রোগীর পরিজনের হাতে তুলে দিলেন! এনআরএসের নার্সের কাণ্ডে শোরগোল]

কেন ডায়মন্ড হারবার? তারও ব্যাখ্যা দিয়েছেন নওশাদ। তাঁর দাবি, ”এই যে সবাই ডায়মন্ড হারবার মডেল বলে এত কথা বলছে, এত হইহই ব্যাপার, কী সেই মডেল? যেন গোটা দেশে ওই একটাই কেন্দ্র – ডায়মন্ড হারবার। এই কেন্দ্রে সংখ্যালঘু তোষণ, তাঁদের উন্নয়নের কথা বলে তৃণমূল। কিন্তু দিনশেষে দেখা যায়, মুসলিমরাই আসলে বঞ্চিত। কী এমন মডেল যে তাতেও মুসলিমরা এভাবে বঞ্চিত থেকে যাচ্ছে।” যদিও এদিন নওশাদের সঙ্গে ‘সমর্থক’ শুভেন্দুর দেখা হয়েছে কি না, তা জানা নেই।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement