Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique

বামেদের সঙ্গে জোটে সায় কংগ্রেসের, যাদবপুর চাইলেন নওশাদ

মোট ১২টি আসন দাবি করেছে আইএসএফ।

Nawsad Siddique seeks 12 seats for CPM for Lok Sabha Election 2024

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:March 11, 2024 9:31 pm
  • Updated:March 11, 2024 10:01 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: তৃণমূল ৪২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করতেই বাংলায় বামেদের সঙ্গে জোটে সবুজ সংকেত দিল কংগ্রেস হাইকমান্ড। চলতি সপ্তাহের মধ্যে বামেদের সঙ্গে আলোচনা করে আসনরফা চূড়ান্ত করার নির্দেশও দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসকে। এদিকে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের ছাড়পত্র দিল সিপিএম পলিটব্যুরো। তবে এ জোটে জট পাকিয়েছে আইএসএফ! তাঁরা ইতিমধ্যেই ১২টি আসন দাবি করে বসে রয়েছে। তার মধ্যে অন্যতম যাদবপুর। সূত্রের খবর, দু’দিন আগে আলিমুদ্দিনে দূত পাঠিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রটি দাবি করে আইএসএফ। ফলে নওশাদকে নিয়ে বেজায় বিড়ম্বনায় পড়েছে সিপিএম।

এদিকে বামেদের হাত ধরতে সবুজ সংকেত দিলেও তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইন্ডিয়া’ জোটে ধরে রাখতে মরিয়া হাত শিবির। তাই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ দিন ইন্ডিয়া জোটের শরিক নেতৃত্বকে মুম্বইতে হাজির হওয়ার আবেদন পাঠানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস। এর মধ্যে তৃণমূলও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: দেশজুড়ে লাগু হল CAA, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের]

 

লোকসভা ভোটের আগে বাংলায় ২০জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। আজ-কালের মধ্যে আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। শাসক দল তৃণমূলও রবিবার ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু এব্যাপারে এখনও বাম, কংগ্রেস, আইএসএফের সমন্বয়ের অভাব দেখা গিয়েছিল। রবিবার তৃণমূল প্রার্থী ঘোষণার পরেই নড়েচড়ে বসেছে বাম ও কংগ্রস। সোমবার সিপিএম পলিটব্যুরোর বৈঠকে হাত ধরার অনুমোদন মিলতেই তৎপরতা বেড়েছে লাল শিবিরে। চলতি সপ্তাহের মধ্যে আসনরফা চূড়ান্ত করে ৪২ আসনে প্রার্থীদের নাম ঘোষণায় জোড় দিয়েছে বাম ও কংগ্রেস শিবির।

সিপিএম মনে করছে, মুর্শিদাবাদের দু’টি, মালদার দু’টি, শিলিগুড়ি, বীরভূম, পুরুলিয়া ছাড়াও আরও কয়েকটি আসন কংগ্রেসকে ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে বাম শরিকদের একটি করে আসন ত্যাগ করতে হতে পারে। জোটের স্বার্থে সিপিএমও কয়েকটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তবে গোল বেধেছে আইএসএফকে নিয়ে।যাদবপুর লোকসভায় বহুবার জিতেছে সিপিএম। এই লোকসভা থেকে জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, মালিনী ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী। সিপিএম সূত্রে খবর, যাদবপুরে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য অথবা সুজন চক্রবর্তীকে প্রার্থী করার কথা ভেবে রেখেছে সিপিএম। পাশাপাশি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়ে দিল কমরেডকুলের নেতারা।

[আরও পড়ুন: প্রিয়-গনির গড়ে পদ্মের রমরমা, মালদহ উত্তরে খেলা ঘোরাতে পারবে তৃণমূলের নতুন মুখ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement