রাজা দাস, বালুরঘাট: আত্রেয়ী নদী বাঁচাতে এবার প্রধানমন্ত্রীকে খোলা চিঠি পাঠালেন বালুরঘাটের পরিবেশ কর্মীরা৷ নদীরক্ষার পাশাপাশি জয়েন্ট রিভার কমিটি গঠনের দাবি রাখা হয়েছে৷ ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আত্রেয়ী নদী প্রসঙ্গ উত্থাপনের আশায় এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর৷
বাংলাদেশের চলন বিল থেকে উৎপত্তি হয়ে ৩৯০ কিলোমিটার দীর্ঘ আত্রেয়ী ভারতে মধ্যে দিয়ে বয়ে ফের ঢুকেছে বাংলাদেশে৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে ৩৬ ও বালুরঘাট ব্লকের মধ্যে দিয়ে ২২ কিলোমিটার প্রবাহিত হয়েছে নদীটি৷ স্থানীয় দূষণ, বালির চর, বন্যা, ভাঙন ও গভীরতা হ্রাসের ফলে মৃতপ্রায় আত্রেয়ীর অবস্থা৷ এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা বাংলাদেশের মোহনপুরে ও চিরির কাছে নদীর মাঝে বাঁধ৷ সেই বাঁধ থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে নদীর জল৷
কখনও স্বাভাবিকভাবে প্রবাহিত জলকে আটকে দেওয়া হচ্ছে৷ আবার কখনও অতিমাত্রায় জল ছেড়ে দিয়ে বন্যা ও হরপা বানের পরিস্থিতি তৈরি করা হচ্ছে৷ ফলে ভারতের মধ্যে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তার করছে৷ এই নদীকে বাঁচাতে ইতিমধ্যে বেশ কিছু পরিবেশপ্রেমী সংগঠন ২০১৪ সাল থেকেই লাগাতার আন্দোলন শুরু করেছে৷ সেই আন্দোলনের অন্যতম পদক্ষেপ হল, প্রধানমন্ত্রীকে সরাসরি খোলা চিঠি পাঠানো৷ জানা গিয়েছে, বালুরঘাটের দিশারি সংকল্প নামে একটি পরিবেশ প্রেমী সংগঠন গত ১৭ মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে আত্রেয়ী বাঁচানোর দাবি জানিয়েছে৷ গত ২২ মে, একই ভাবে খোলা চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও৷
পরিবেশ সংগঠন দিশারী সংকল্পর সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল জানান, আন্তর্জাতিক সমস্যা এটি৷ এনিয়ে আগে তারা, রাষ্ট্রপতি, পিএমও, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি মারফৎ বিস্তারিত জানিয়েছেন সমস্যা সমাধানে জন্য৷ এবার প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি দিয়েছেন তাঁরা৷ কেননা, আজ শুক্রবার শান্তিনিকেতনে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধান শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রিমুখী আলোচনায়, তিস্তা প্রসঙ্গের পাশাপাশি আত্রেয়ী প্রসঙ্গ উত্থাপনের চেষ্টায় তাঁদের এই চিঠি৷ এছাড়া আগামী ২৮ মে তিনি এই বিষয় নিয়ে দিল্লিতে সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যাম রিভার এন্ড পিউপিলের একটি আলোচনায় যোগ দেবেন৷ সেখানেও এই একই দাবি তোলা হবে বলে জানা গিয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.