বাবুল হক, মালদহ: এবার মালদহের (Malda) এক মহিলা বিজেপি কর্মীকে ফোন মোদির। খোঁজ নিলেন, তাঁদের উপর অত্যাচার হচ্ছে না তো? আশ্বাস দিলেন পাশে থাকার। স্বাভাবিকভাবেই আপ্লুত ওই বিজেপি কর্মী।
ভোটের দামামা বেজে গিয়েছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত দলের নেতা-কর্মীরা। শীর্ষনেতারা চাইছেন কর্মীদের মনোবল বাড়াতে, তাই বারবার মিটিং করছেন। নেতা-কর্মীদের কাছ থেকে সমস্যা জানতে চাইছেন। চেষ্টা করছেন সমাধান করার। এই পরিস্থিতিতে মালদহের এক পঞ্চায়েত সদস্যকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, মালদহের হবিবপুর পঞ্চায়েত সদস্য লতিকা হালদার। এদিন তাঁকে ফোন করেন নরেন্দ্র মোদি। জিজ্ঞেস করেন, তৃণমূল এলাকায় কোনওরকম অত্যাচার করছে নাতো? হিংসা ছড়াচ্ছে নাতো? পাশে থাকার আশ্বাস দেন তিনি। দোভাষীর মাধ্যমে মালদহের ওই বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
লতিকা প্রধানমন্ত্রীকে ফোনে কী জানিয়েছেন? তিনি জানান, মহিলাদের একত্রিত করে তিনি কাজ করছেন, তৃণমূল তাই সাহস পাচ্ছে না। পাশাপাশি, দলের কার্যকর্তা হিসেবে তিনি মহিলাদের সংগঠিত করার কাজ করে যাচ্ছেন বলেও আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত লতিকা। প্রসঙ্গত, এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.