Advertisement
Advertisement

নারদ কাণ্ডে এবার সৌগত রায়কে হাজিরার নোটিস সিবিআইয়ের

নারদ কাণ্ডের জাল গোটাচ্ছেন সিবিআই গোয়েন্দারা।

Narada Sting: CBI serves notice to TMC MP Saugata Roy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2017 8:59 am
  • Updated:July 11, 2017 9:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডের জাল গোটাচ্ছেন সিবিআই গোয়েন্দারা। আর তাতেই ডাক পড়ছে একের পর এক শাসকদেলর নেতা-নেত্রীদের। সুলতান আহমেদ, ইকবাল আহমেদের পর এবার ডাক পড়ল সৌগত রায়ের। আজ সাংসদের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছে সিবিআই। আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

নারদ কাণ্ডে প্রকাশিত ভিডিও ফুটেজে তাঁকেও দেখা গিয়েছিল। রাজ্যের রাজনৈতিক মহল এতে অনেকটাই বিস্মিত। কেন না সৌগতবাবুকে যেভাবে এতদিন চিনে এসেছে গোটা রাজ্য, তার সঙ্গে এ ছবি যেন কিছুতেই সঙ্গতিপূর্ণ মনে হচ্ছিল না। পরে অবশ্য পরীক্ষা করে ফুটেজের সত্যতা প্রমাণিত হয়। ক্রমে ক্রমে এই ঘটনায় তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই। আর তাই একে একে ফুটেজে যাঁদের দেখা গিয়েছে তাঁদের ডেকে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। এর আগে এই ঘটনায় ডাক পড়েছিল সাংসদ সুলতান আহমেদের। ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও ডাকা হয়েছিল। দীর্ঘ জেরা করা হয় তাঁদের। ইতিমধ্যে ইডি ডাক পাঠিয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। যদিও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন, আরও কটাদিন সময় চেয়ে নিয়েছেন। এবার ডাক পড়ল বর্ষিয়ান নেতা সৌগত রায়ের। আগামীকাল বুধবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাঁকে। আজ তাঁর বাড়িতে গিয়েই হাজিরার নোটিস দিয়েছেন গোয়ান্দারা। যদিও তিনি হাজির হবেন কিনা, এখনও সে বিষয় কিছু জানাননি।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement