Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

বিজেপি-পুলিশ সংঘর্ষে নানুরে বোমাবাজি, মাথা ফাটল ওসির

পুলিশের বিরুদ্ধে দলীয় কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ গেরুয়া শিবিরের৷

Nanur of Birbhum district boils as BJP supporters clash with police
Published by: Tanujit Das
  • Posted:June 12, 2019 1:26 pm
  • Updated:June 12, 2019 1:26 pm  

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: এক বিজেপি কর্মীর গ্রেপ্তারিকে কেন্দ্রে করে ফের উত্তপ্ত বীরভূমের নানুর৷ সূত্রের খবর, বুধবার সকাল থেকে বিজেপি কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে পুলিশের৷ এলাকার একাধিক গ্রামে চলে মুহূর্মুহূ বোমাবাজি৷ ঘটনায় ইতিমধ্যে মাথা ফেটেছে নানুর থানার ওসির৷ ঘটনাস্থলের আশেপাশে রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু এলাকার পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গ্রামে ঢুকতে পারছে না তারা৷

[ আরও পড়ুন: দায়িত্ব পেয়ে নতুন জেলা কমিটি গঠন অর্পিতার, ব্রাত্যই প্রাক্তন সভাপতি বিপ্লব]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নানুরের বন্দর গ্রাম থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ৷ সেই গ্রেপ্তারির প্রতিবাদে প্রথমে বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বন্দর গ্রামের বিজেপি কর্মীরা৷ এরপর সেই অবরোধ ওঠাতে সেখানে আসে পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, প্রথমে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী,সমর্থকরা৷ সেই বচসাই গড়ায় ধস্তাধস্তিতে৷ এবং সেই থেকেই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বোমাবাজি শুরু হয়৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক গ্রামেও৷ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে নানুর৷ সংঘর্ষের ঘটনায় মাথা ফাটে নানুর থানার ওসির৷ তাঁকে সেখানে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ বিজেপির অভিযোগ, মিথ্যা মামলায় ওই দলীয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ এবং শান্তিপূর্ণ অবরোধের উপর হামলা চালিয়েছে পুলিশ ও তৃণমূল৷ পালটা বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

[ আরও পড়ুন: ব্যক্তিগত রোষ, মুর্শিদাবাদে কুপিয়ে সহকর্মীকেই খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ]

বর্তমানে সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় থাকলেও, তাঁরা গ্রামের ভিতরে ঢুকতে পারছেন না বলে সূত্রের খবর৷ বন্দর গ্রামের অশান্তির আঁচ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়ায়, ওই গ্রামগুলিতেও অশান্তি শুরু হয়েছে৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষ জারি রয়েছে৷ প্রশাসন সূত্রে খবর, পাশের বর্ধমান জেলা থেকেও বিশাল পুলিশ বাহিনী আসছে ঘটনাস্থলে৷

কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নানুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা গদাধর হাজরা৷ এরপরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি পালটে গিয়েছে৷ এবং বুধবার নানুরের উত্তেজনার ছবি দেখে অনেকেরই স্মৃতিতে ভেসে আসছে সেই আগেকার নানুরের ছবি৷ বোমাবাজি, খুন, সংঘর্ষ যখন এলাকার নিত্যদিনের বিষয়ে হয়ে উঠেছিল৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement