Advertisement
Advertisement

Breaking News

চক ইসলামপুরের বদলে ‘চক শান্তিনগর’, এবার নামবদল মুর্শিদাবাদে

ভিএইচপি পরিচালিত স্কুলের পোস্টার ঘিরে বিতর্ক৷

Name Of Place changed on Murshidabad
Published by: Tanumoy Ghosal
  • Posted:November 20, 2018 8:13 pm
  • Updated:November 20, 2018 8:13 pm  

অতুলচন্দ্র নাগ, ডোমকল:  ফের এ রাজ্যে জায়গার নামবদল৷ এবার মুর্শিদাবাদে৷ পোস্টারেই শুধু নয়, রানিনগর ব্লকের চক ইসলামপুরের একটি  স্কুলের বিল্ডিংয়েও রীতিমতো খোদাই করে লেখা ‘চক শান্তিনগর’৷ বিতর্ক তুঙ্গে৷ তবে সরকারিভাবে যে জায়গার নামবদল হয়নি, তা সাফ জানিয়ে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা৷ এদিকে ওই স্কুলটি আবার সরকার অনুমোদিত নয় বলে জানা গিয়েছে৷   

[ ইসলামপুর বদলে হল ‘ঈশ্বরপুর’, এবার কি নাম বদলের হিড়িক এ রাজ্যেও?

Advertisement

মোদি জমানায় দেশের বিভিন্ন জায়গার নাম বদলে যাচ্ছে৷  নামবদলের হিড়িক সবচেয়ে বেশি যোগীর রাজ্য উত্তরপ্রদেশে৷  সে রাজ্যের ফৈজাবাদ শহরের নাম এখন অযোধ্যা আর এলাহাবাদের প্রয়াগরাজ৷ আর সরকারিভাবে না হলেও এ রাজ্যের বহু জায়গার নামও কিন্তু বদলে গিয়েছে৷ দিন কয়েক আগে উত্তর দিনাজপুরে ভিএইচপি পরিচালিত স্কুলের সাইনবোর্ড ও ব্যানারে ইসলামপুরকে ‘ঈশ্বরপুর’ লেখা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর৷ অনুমোদন বাতিল করা হতে পারে বলে খবর৷ এবার একই ঘটনা নজরে এল মুর্শিদাবাদেও৷ যথারীতি দানা বেঁধেছে বিতর্কও৷

মুর্শিদাবাদের রানিনগর ব্লকের চক ইসলামপুরে দীর্ঘদিন ধরে চলছে একটি বেসরকারি স্কুল৷ ভিএইচপি পরিচালিত ওই স্কুলে দুটি বিভাগে চলে পঠনপাঠন৷ একটি বিভাগে প্রথম থেকে চতুর্থ শ্রেণি ও অন্যটিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়৷ স্কুলে পড়ুয়ার সংখ্যাও নেহাতই কম নয়৷ এলাকার অনেক পরিবারের ছেলেমেয়েরাই ওই স্কুলে পড়ে৷ ঘটনা হল, প্রশাসনের অজান্তে নিজেদের পোস্টারে জায়গার নাম বদলে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ৷ চক ইসলামপুর নয়, স্কুলের পোস্টারে লেখা ‘চক শান্তিনগর’!  এমনকী, স্কুল ভবনের দেওয়ালে যেখানে স্কুলের নাম খোদাই করে লেখা, সেখানেও জায়গাটির নাম বদলে গিয়েছে৷ বিষয়টি নজরে আসতেই শোরগোল প়ড়েছে৷ এদিকে চক ইসলামপুরের বাসিন্দারা জানিয়েছেন, রাতারাতি নয়, বরং প্রায় আট-দশ বছর ধরেই স্কুল ভবনের দেওয়াল ও পোস্টারে ‘চক শান্তিনগর’ নামটিই দেখে আসছেন তাঁরা৷  কিন্তু পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনওদিন প্রতিবাদ করেননি৷

[ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছে? অভিযোগ জানান এই পোর্টালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement