Advertisement
Advertisement
Kaliyaganj

কালিয়াগঞ্জে প্রতিবাদ মিছিলের ব্যানারে নির্যাতিতার নাম ও ছবি! বিজেপিকে তুলোধোনা তৃণমূলের

নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মিছিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আঁকচা-আঁকচি।

Name and picture of rape victim allegedly used in a rally in Kaliyaganj | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 24, 2023 8:57 pm
  • Updated:April 24, 2023 9:11 pm  

শংকর কুমার রায়, রায়গঞ্জ: কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মিছিল ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক আঁকচা-আঁকচি। অভিযোগ, নির্যাতিতার নাম ও ছবি মিছিলের ব্যানারে ব্যবহার করা হয়েছে। আর এই নিয়েই বিতর্ক তুঙ্গে।

কালিয়াগঞ্জের নির্যাতিতা ছাত্রীর দোষীদের অবিলম্বে শাস্তি চাই। এই দাবি তুলেই এদিন মিছিলে নামেন গেরুয়া শিবিরের সদস্য-সমর্থকরা। কিন্তু সেখানে জ্বলজ্বল করছে নির্যাতিতার ছবি এবং তাঁর পরিচয়। আর এই নিয়েই বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলে দেন, এটাই বিজেপির সংস্কৃতি। এরা যে কোনও ইস্যু থেতেই রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করে। গেরুয়া শিবিরকে একহাত নিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক আনারুল হকও। তাঁর কথায়, যে পরিবারে মৃত্যু হয়েছে, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। শুধু এই মৃত্যুকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ভাবে কতখানি লাভবান হবে, তারই খেলায় ময়দানে নেমেছে বিজেপি।

Advertisement

Kaliyaganj

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের ফেরাতে নয়া উদ্যোগ, শুরু ‘অপারেশন কাবেরী’]

তবে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের সাফ দাবি, এই মিছিল গেরুয়া শিবিরের নয়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে মিছিলটি বের করা হয়েছিল। ব্যানারেও তা স্পষ্ট। ফলে বিজেপিকে কাঠগড়ায় তোলার কোনও মানে হয় না।

প্রসঙ্গত গত শুক্রবার কালিয়াগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয় গোটা রাজ্য। প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান বিজেপি (BJP) মহিলা মোর্চার সদস্যরা। সিবিআই তদন্তের দাবি ওঠে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, কয়েকজন পুলিশকর্মী নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। যার জেরে সাসপেন্ড করা হয় চার এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিককে।

[আরও পড়ুন: ‘রক্তপাতহীন ভোটের জন্য চাই ভাল প্রার্থী’, জনসংযোগ কর্মসূচির শুরুতেই বার্তা অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement