Advertisement
Advertisement

Breaking News

রাষ্ট্রপতি ভবনে জাতীয় পুরস্কার নিলেন নাগরাকাটার নার্স সোনালী সামন্ত

‘পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দিল।’

Nagrakata : Nurse Sonali Samanta took the National Award at the President's House
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 13, 2018 5:28 pm
  • Updated:May 13, 2018 5:28 pm  

অরূপ বসাক, মালবাজার:  দিল্লিতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার গ্রহণ করলেন নাগরাকাটার এএনএম নার্স সোনালী সামন্ত। মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাত থেকে পুরস্কার নেন সোনালীদেবী। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে পুরস্কারের স্মারক ছাড়াও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ইন্ডিয়ান নার্সিং কউন্সিলের পক্ষ থেকেও সোনালী সামন্তকে সম্মানিত করা হয়।

নাগরাকাটার পিটি বস্তি উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রাসমোড় ও গাঠিয়া  চা বাগানে ১১ হাজার বাসিন্দার বসবাস। প্রত্যেক বাসিন্দার সরকারি  স্বাস্থ্য পরিষেবার দায়িত্বে রয়েছেন সোনালী সামন্ত। জাতীয় স্বীকৃতি পেয়ে খুশি  ওই সেবিকা। এদিন দিল্লি থেকে বলেন,  ‘পুরস্কার  দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’ নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিষেক মণ্ডল ও সুল্কাপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সেকেন্ড মেডিক্যাল অফিসার ডাঃ সুপর্ণ হালদার  বলেন, সোনালীর কৃতিত্ব সবাইকে উদ্বুদ্ধ করবে।

Advertisement

[ছুটির আনন্দ বাড়িয়ে শহরে বৃষ্টি, ভিজল উত্তর ও দক্ষিণবঙ্গও]

রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। তবে সেই উত্তাপ নিয়ে মাথা ঘামাচ্ছে না নাগরাকাটা। তার আগেই সোনালী সামন্তর জাতীয় পুরস্কার বয়ে আনল উষ্ণতার ঢেউ। রাতবিরেতে চা বাগানের কুলি লাইনের মানুষদের পাশে দাঁড়িয়েছেন সোনালীদেবী। দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষগুলিকে সবসময় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তৈরি থেকেছেন তিনি। এমন অনেক পরিবার রয়েছে যাদের পক্ষে হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেখানে সোনালী সামন্ত তাঁর স্বাস্থ্যকর্মীদের নিয়ে ছুটে গিয়েছেন। আসন্নপ্রসবাকে দেখতে গিয়েছেন তাঁর বাড়িতে। সময় নেই দেখে নিজেই প্রসব করিয়েছেন। এদিনের প্রাপ্তিতে তাই একা সোনালী সামন্ত নন, খুশি গোটা নাগরাকাটা।

এদিকে  ভোটের উত্তাপের  মধ্যেই  ফের অশান্তি  মালবাজারে।স্থানীয় মালবাজার মহকুমার ওদলাবাড়ির ১০ নম্বর গাজোলডোবায় বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। দলীয় পতাকা ছিঁড়ে বুথ চত্বরে ভাঙচুর চালিয়ে হুমকি দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ২০/২৮ পার্টে জিততে চলেছে বিজেপি। তাতেই নাকি প্রমাদ গুনছে শাসকদলের স্থানীয় কর্মী সমর্থকরা। তাই ভোটের আগের দিন সন্ত্রাস চালিয়ে অশান্তির বার্তা দিচ্ছে। যদিও অভিযোগ মানতে চাননি তৃণমূলের ব্লক সভাপতি তমাল ঘোষ। তাঁর দাবি তৃণমূলের কেউই এই ঘটনার জন্য দায়ী নন।

[লাল গোলাপ হাতে দরজায় হাজির প্রার্থী! অবাক বাঁকুড়ার সিমলাপালের বাসিন্দারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement