বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ছেলেমেয়েদের পড়ানোর অভ্যাস থেকেই তৈরি হয়েছিল তাঁর নিজের ইচ্ছে। সেই ইচ্ছে পূরণ করতেই ছেলের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসা। মিলল সাফল্যও। সকলকে অবাক করে ছেলের থেকে ৪১ নম্বর বেশি পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করলেন মহিলা। তাঁর প্রাপ্ত নম্বর ৩২৪। ছেলে সৌরভ মণ্ডলের প্রাপ্ত নম্বর ২৮৩। শিক্ষার যে সত্যিই কোনও বয়স হয় না, তা প্রমাণ করলেন নদিয়ার শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুরের সর্দারপাড়ার বাসিন্দা লতিকা মণ্ডল।
২০০১ সালে হরিপুর নতুন সর্দারপাড়ার বাসিন্দা অসীম মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। দুই সন্তানের মা হন লতিকাদেবী। ছেলে এবং মেয়েকে নিয়মিত পড়াতে বসাতেন। নিজের আবার পড়া শুরু করার ইচ্ছে জাগে। মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর এবং ছেলের মাধ্যমিক দেওয়ার সময় তিনিও শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ২০১৯-২০ সালে মাধ্যমিক পাশ করেন। মনের জোর বেড়ে যায় আরও। এরপর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ছাত্রী হিসাবে ভরতি হন।
ভাল ফলাফলের ব্যাপারে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন লতিকা। হলও তাই। উচ্চমাধ্যমিকে ৩২৪ নম্বর পেয়েছেন তিনি। ছেলের প্রাপ্ত নম্বর ২৮৩। কম নম্বর পেলেও মায়ের সাফল্যে গর্বিত ছেলে। অসীম মণ্ডলের সামান্য উপার্জনেও পড়াশোনা চালিয়ে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন প্রতিবেশীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.