Advertisement
Advertisement

Breaking News

ফাঁকা বাড়িতে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

বাধা দিতে গেলে নির্যাতিতার বাবাকেও মারধর করে সে।

Nadia: Youth arrested for rape a minor girl

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:August 17, 2018 8:02 pm
  • Updated:October 5, 2018 7:32 pm  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের অভিযোগ৷ নদিয়ার ফকিরডাঙ্গা ঘোলাপাড়ার বাহিরচড়া এলাকার ঘটনা। ঘটনার প্রায় মাসখানেক পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ৷ ধৃতকে ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কৃষ্ণনগর বিশেষ আদালতের বিচারক৷

[প্রকল্পে বরাদ্দ অর্থের মালিকানা ঘিরে বিতর্ক, বাবুলের তোপের মুখে মলয় ঘটক]

গত ২৯ জুন সন্ধেয় শৌচালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা৷ অভিযোগ, সেই সময় কিশোরীকে জাপটে ধরে ওই যুবক৷ মুখ চেপে  তাকে নিয়ে যাওয়া হয় পাশের ফাঁকা বাড়িতে৷ সেখানেই ধর্ষণ করা হয় তাকে৷ দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি৷ এরই মধ্যে নাবালিকার চিৎকার শুনতে পায় তার বাবা৷ চেঁচামেচি শুনেই পাশের ওই ফাঁকা বাড়িতে পৌঁছান তিনি৷ মেয়ের ধর্ষণে বাধা দিতে যান বাবা৷ ওই যুবক তখন কিশোরীর বাবার উপর হামলা চালায়৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত যুবক আনজার আলি৷ ইতিমধ্যেই প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হয়ে যান৷ রক্তাক্ত অবস্থায় কিশোরী ও কিশোরীর বাবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়৷ দুজনকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানে প্রায় সপ্তাহখানেক ধরে চিকিৎসা চলে দু’জনের৷ আপাতত সুস্থ রয়েছে ওই নাবালিকা ও তাঁর বাবা৷ নাবালিকা শারীরিকভাবে সুস্থ হলেও, আতঙ্ক গ্রাস করে রেখেছে তাকে৷

Advertisement

[চিকিৎসকদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, ক্ষোভপ্রকাশ স্বাস্থ্য আধিকারিকের]

এদিকে, ঘটনা জানাজানি হতেই বাহিরচড়া এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত আনজার আলি৷ তার বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ৷ মাসখানেক ধরে আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা৷ বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত আনজার৷  শুক্রবার ধৃত যুবককে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হয়৷ ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ পুলিশের দাবি, জেরায় ওই নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে মারধরের কথা স্বীকার করেছে সে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement