Advertisement
Advertisement

Breaking News

স্টেপলের পর আপেলের বীজ, দীর্ঘতম মালা গেঁথে ফের বিশ্বরেকর্ডের পথে নদিয়ার যুবক

দু লক্ষ আটাত্তর হাজার ২৭৫টি আপেল বীজ দিয়ে  চুরাশি দিনের মধ্যে মালাটি তৈরি হয়েছে৷

Nadia youth Anupam Sarkar makes the longest chain with apple seeds
Published by: Sucheta Sengupta
  • Posted:July 2, 2019 6:08 pm
  • Updated:July 2, 2019 6:08 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: স্টেপল চেনের পর এবার আপেলবীজের মালা৷ ফের নিজের হাতের কাজ দেখিয়ে বিশ্বরেকর্ডের পথে নদিয়ার যুবক অনুপম সরকার৷ এর আগে তিনি বিশ্বের মধ্যে দীর্ঘতম স্টেপল চেন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছিলেন।

[আরও পড়ুন: জেলায় জেলায় অব্যাহত কাটমানি বিক্ষোভ, পোস্টার পড়ল কাটোয়া ও রানাঘাটে]

একটার পর একটা আপেলের বীজ একসুতোয় গেঁথে বিশ্বের মধ্যে দীর্ঘতম আপেল বীজের মালা তৈরি করেছেন শান্তিপুরের অনুপম।  এবার সেই মালা তিনি পাঠাবেন লন্ডনে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কার্যালয়ে। ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড  রেকর্ডসের  গাইডলাইন মেনে তাঁর তৈরি করা দীর্ঘতম আপেল বীজের মালার মাপজোক হয়ে গিয়েছে। খুব শীঘ্রই  গাইডলাইন অনুযায়ী বিভিন্ন নথি-সহ ফাইল তৈরি করে তা অনুপম পাঠাচ্ছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দপ্তরে। এবারও বিশ্ব রেকর্ড  গড়ার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী অনুপম সরকার। তিনি স্পষ্টই জানালেন, ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের পাঠানো সমস্ত গাইডলাইন আমি নিখুঁতভাবে পালন করেছি। আমার স্থির বিশ্বাস, এবারও সাফল্য মিলবে৷ আবারও তৈরি হবে বাঙালির বিশ্ব রেকর্ড।’

Advertisement

সত্যিই কি তাই হবে? আপেলের বীজ দিয়ে তৈরি করা অনুপমের দীর্ঘতম মালা মেপেজুপে নেওয়ার পর পর সার্ভেয়ার ইঞ্জিনিয়র থেকে শুরু করে পর্যবেক্ষকদেরও  প্রায় সকলেরই বিশ্বাস, এবারও সম্ভবত অনুপম সরকারের ঝুলিতেই যেতে পারে ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে  দ্বিতীয়বার নাম তোলার জন্য শান্তিপুরের গোবিন্দপুরের  ছেলে অনুপম সরকার বেছে নিয়েছিলেন আপেলের বীজ।এর কারণ হিসেবে অনুপম জানিয়েছেন,‘গুগলের মাধ্যমে  আমি আপেল বীজ সম্পর্কে জানার পর আমার আপেল বীজ দিয়ে দীর্ঘতম মালা তৈরি করার পরিকল্পনা মাথায় আসে।  জানতে পারি, আপেল বীজের মধ্যে  সায়ানাইড থাকে।  যা খুবই বিষাক্ত।  মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করে। একটু বেশি পরিমাণে আপেল বীজ কেউ চিবিয়ে খেয়ে ফেললে যে কোনও মানুষ কোমায় চলে যেতে পারেন। এমনকী তাঁর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমি এও জেনেছি, ২০১২ সালে বিশ্বে আট জন এবং তার পরের বছর ৩০০  জন আপেল বীজ খেয়ে মারা গিয়েছেন। এই তথ্য জানার পর আমি আপেল বীজ সম্পর্কে বিশ্বের মানুষকে সচেতন  করে তোলার লক্ষ্যে  আপেল বীজ নিয়ে কাজ করার  সিদ্ধান্ত নেই।’

[আরও পড়ুন: এসটিএফ-এর জালে খাগড়াগড় বিস্ফোরণ অন্যতম অভিযুক্ত আবদুল রহিম]

আপেল বীজের আটশ কুড়ি ফুটের সামান্য বেশি দৈর্ঘ্যের মালা  তৈরি করে  ২০১৮ সালের  আঠাশ মে পোল্যান্ডের একজন বিশ্বের দীর্ঘতম আপেল বীজের মালা তৈরির স্বীকৃতি পান। গিনেস বুকের ইতিহাস ঘেঁটে সেই তথ্য জানার পর অনুপম ওই রেকর্ড ভাঙার লক্ষ্যে এগিয়ে চলেছেন। ইতিমধ্যে আপেলের বীজ দিয়ে তিনি যে দীর্ঘ মালাটি তৈরি করেছেন হিসাব অনুযায়ী, মালাটির দৈর্ঘ্য  ১৭৪২.৩২ ফুট বা  ৫৩১.০৬ মিটার। 

অনুপম জানিয়েছেন,‘গত বছর নভেম্বর মাসে  গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আপেল বীজের অন্তত এক হাজার ফুট দীর্ঘ  মালা তৈরী করার চ্যালেঞ্জ জানিয়ে আমি আবেদন করেছিলাম।  এ বছর জানুয়ারি মাসের নয় তারিখে  তারা কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। খোলা বাজার থেকে আপেল বীজ কিনে সংগ্রহ করা আমার পক্ষে দুঃসাধ্য ছিল। তাই তখন আমি আমাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল ডেভলপমেন্ট অফিসার সন্দীপ মিত্রের শরণাপন্ন হই।  ওনাদের  মাধ্যমেই  আপেল বীজ সংগ্রহ করা সম্ভব হয়।’ জানা গিয়েছে, রাজস্থান,দিল্লি-সহ বিভিন্ন জায়গা থেকে আপেল বীজ পেয়ে যাই।  এরপর কাজ শুরু করে দু লক্ষ আটাত্তর হাজার ২৭৫টি আপেল বীজ দিয়ে  চুরাশি দিনের মধ্যে মালাটি তৈরি হয়েছে৷ তেত্রিশ বছরের অনুপম কি  দ্বিতীয়বারও হতে চলেছেন  বিশ্ব রেকর্ডের অধিকারী? উত্তর মিলবে তিন মাস পর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement