Advertisement
Advertisement

Breaking News

ভর সন্ধেয় প্রেমিকাকে গুলি যুবকের, চাঞ্চল্য তেহট্টে

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুগল।

Nadia: Youth allegedly fire on his girlfriend
Published by: Shammi Ara Huda
  • Posted:October 4, 2018 8:46 pm
  • Updated:October 4, 2018 8:46 pm  

পলাশ পাত্র, তেহট্ট: প্রেমে ব্যর্থ হয়ে তরুণীকে লক্ষ্য করে গুলি চালাল যুবক। প্রেমিকা রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়তেই বন্দুকের বাঁট দিয়ে নিজের মাথাতে আঘাত করল ব্যর্থ প্রেমিক। দু’জনেকই আশঙ্কাজনক অবস্থায় করিমপুর হাসপাতালে ভরতি করা হয়। সেখানে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরে যুবককেও স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সীমান্ত মুরুটিয়া থানার শিকারপুরের জোড়াফুল এলাকায়।

[চোর সন্দেহে চলন্ত ট্রেনে বাবা-ছেলেকে গণপিটুনি, মালদহে চাঞ্চল্য]

আহত তরুণীর নাম বিদিশা মণ্ডল (১৮)। তিনি কলেজ ছাত্রী। বছর চব্বিশের প্রেমিকের নাম অলিপ কর্মকার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদিশার বাড়ি শিকারপুর কুঠিরপাড়া এলাকায়। এদিন ওই তরুণী এক বান্ধবীকে সঙ্গে নিয়ে স্কুটিতে চেপে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জোড়াফুল এলাকায় যান। বিদিশা স্কুটি চালাচ্ছিলেন।  এদিকে বিদিশা স্থানীয় হলেও ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায়। বিদিশা তাকে পাত্তা না দিলেও সে প্রেমিকার পিছু ছাড়ত না। এদিনও তার ব্যতিক্রম হয়নি, প্রেমিকাকে স্কুটি নিয়ে বেরিয়ে যেতে দেখেই সে পিছু নেয়। জোড়াফুল এলাকায় পৌঁছে বিদিশাকে স্কুটি থামাতে বলে। অভিযোগ, ওই তরুণী বান্ধবীকে নামিয়ে স্কুটি দাঁড় করাতেই ছুটে আসে গুলি। অলিপের ছোঁড়া গুলি বিদিশার গলাতে এসে লাগে। সঙ্গেসঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বিদিশা। এই সময় প্রেমিক অলিপ বন্দুক দিয়ে নিজের মাথার পিছনে আঘাত করে। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অর্ণব বিশ্বাস বলেন,  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমে ব্যর্থ হয়েই গুলি চালিয়েছে অলিপ। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

[সর্ষের মধ্যেই ভূত! জেলে কারারক্ষীর জুতো থেকে উদ্ধার ৭২ প্যাকেট গাঁজা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement